সংক্ষিপ্ত

এবারের বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জিতলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করলেন এই গোলকিপার।

বহু বছর পরে কোনও ফুটবল গবেষক যদি ২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জয়ের নায়কদের নিয়ে চর্চা করেন, তাহলে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের সঙ্গে এমিলিয়ানো মার্টিনেজের অবদানের কথাও উল্লেখ করতে হবে। শুধু ফাইনাল কেন, গোটা প্রতিযোগিতাতেই অসাধারণ পারফরম্যান্স দেখালেন এই গোলকিপার। প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষমুহূর্তে নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুলে আনেন এমিলিয়ানো। এরপর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নায়ক হয়ে যান তিনি। সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল খাননি। ফাইনালে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় মিলিয়ে ৩ গোল হজম করতে হলেও, টাইব্রেকারে ফের অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করলেন এমিলিয়ানো। তাঁর মতো একজন গোলকিপার যে কোনও দলেরই সম্পদ। এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে খুব একটা জনপ্রিয় ছিলেন না এমিলিয়ানো। ৬ ফুট ৫ইঞ্চি উচ্চতার এই গোলকিপার খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের মাঝারি মানের দল অ্যাস্টন ভিলায়। ফলে গ্ল্যামারাস গোলকিপার বলতে যা বোঝায়, সেটা তিনি ছিলেন না। কিন্তু বিশ্বকাপ তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিল। এবার বড় দলগুলি থেকে ডাক পেতেই পারেন এমিলিয়ানো।

দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পর এমিলিয়ানো বলেছেন, 'আমাদের জন্য ম্যাচটা জটিল হয়ে গিয়েছিল। ওরা সমতা ফিরিয়ে এনেছিল। কিন্তু আমাদের ভাগ্যে যেটা ছিল ঠিক সেটাই হয়েছে। আমি যে স্বপ্ন দেখেছিলাম, সেটা পূরণ হয়েছে। আমার বলার মতো কোনও ভাষা নেই। টাইব্রেকারের সময় আমি শান্ত ছিলাম। আমি যেটা চেয়েছিলাম সেটাই হল। আমি অল্পবয়সে ক্লাব ফুটবল খেলার জন্য় দেশ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাই। আমি এই জয় পরিবারকে উৎসর্গ করছি।'

এবারের বিশ্বকাপে সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভ পুরস্কার পেলেন এমিলিয়ানো। ম্যাচের পর তাঁর চোখে আনন্দাশ্রু দেখা যায়। কথা বলার সময় চোখ মুছছিলেন এই গোলকিপার। তিনি এবার গোল্ডেন গ্লাভ জেতার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে অনন্য একটি রেকর্ডও গড়েছেন। তিনি টাইব্রেকারে ৪টি বাঁচিয়ে দিয়েছেন। অন্য কোনও গোলকিপার বিশ্বকাপে টাইব্রেকারে এর চেয়ে বেশি শট সেভ করতে পারেননি। নিজের দেশেরই প্রাক্তন গোলকিপার সের্জিও গোয়কোচেয়া, জার্মানির প্রাক্তন গোলকিপার হেরাল্ড শুমাখার, ক্রোয়েশিয়ার ড্যানিয়েল সুবাসিচ ও ডমিনিক লিভাকোভিচের সঙ্গে একই সারিতে এমিলিয়ানো। তাঁর বয়স এখন ৩০ বছর। ফলে ২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপে তিনি নিশ্চয়ই খেলার সুযোগ পাবেন। সেই বিশ্বকাপেও ভাল খেলাই তাঁর লক্ষ্য থাকবে।

আরও পড়ুন-

বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও ফ্রান্সের ট্র্যাজিক নায়ক কিলিয়ান এমবাপে

টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

হাওড়ায় বসে মারাদোনা ও মেসিকে নিয়ে গান বাঁধলেন বাংলার প্রাক্তন ফুটবলার