এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়ার সঙ্গে পাকিস্তানের আর্শাদ নাদিমের লড়াই হচ্ছে না। চোটের জন্য ছিটকে গেলেন পাকিস্তানের অ্যাথলিট।
Asian Games 2023 Live Updates: মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে সোনা অন্নু রানির
চলতি এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের ভালো পারফরম্যান্স অব্যাহত। মঙ্গলবার মহিলাদের ৫৪ কেজি বক্সিংয়ে ব্রোঞ্জ পেলেন ১৯ বছরের প্রীতি পাওয়ার। একইসঙ্গে তিনি প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনও করেছেন। মহিলাদের বক্সিংয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন লাভলিনা বর্গোহাইন।
- FB
- TW
- Linkdin
পুরুষদের ডেকাথলনে ১০টি ইভেন্টে অসামান্য লড়াই করে রুপো পেলেন তেজস্বিন শঙ্কর। তিনি শেষ ইভেন্ট ১৫০০ মিটার দৌড়ে চতুর্থ হয়ে রুপো নিশ্চিত করেন। সোনা জিতলেন চিনের কিহাও সান।
এশিয়ান গেমসে পুরুষদের ৯২ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের নরেন্দর। সেমি-ফাইনালে কাজাকস্তানের কামশিবেকের কাছে হেরে যান নরেন্দর। এর ফলে তাঁকে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল।
এশিয়ান গেমসে মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সোনা জিতলেন ভারতের অন্নু রানি। তিনি ৬২.৯২ মিটার থ্রো করে সোনা জেতেন। এই ইভেন্টে রুপো পেয়েছেন শ্রীলঙ্কার নাদিশা দিলহান।
এশিয়ান গেমসে পুরুষদের ট্রিপল জাম্পে ব্রোঞ্জ জিতলেন প্রবীণ চিত্রাভেল। তিনি প্রথম প্রচেষ্টাতেই ১৬.৬৮ মিটার লাফিয়ে পদক পেলেন। এই ইভেন্টে ১৬.৬২ মিটার লাফিয়ে চতুর্থ হলেন ভারতের আববুকর।
এশিয়ান গেমসে পুরুষদের ৮০০ মিটার দৌড়ে রুপো জিতলেন মহম্মদ আফসল। তিনি ১:৪৮:৪৩ সময় করে রুপো পেলেন। এই ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করলেন কৃষ্ণন কুমার।
এবারের এশিয়ান গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন পারুল চৌধুরী। মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে সোনা জিতলেন পারুল। তাঁর অসাধারণ পারফরম্যান্সে গর্বিত সারা দেশ।
এশিয়ান গেমসে পুরুষদের ডেকাথলনে লড়াই চালাচ্ছেন তেজস্বিন শঙ্কর। জ্যাভলিন থ্রোয়ে ৫১.১৭ মিটার থ্রো করে পঞ্চম হলেন তেজস্বিন। শেষ ইভেন্ট ১৫০০ মিটার দৌড়। এই ইভেন্টেই ঠিক হয়ে যাবে তেজস্বিন পদক পাবেন কি না।
এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পেলেন বিথ্যা রামরাজ। এই ইভেন্টে সোনা জিতলেন বাহরিনের ওলুওয়াকেমি মুজিদাত। তিনি ৫৫.০৯ সেকেন্ড সময় করে এশিয়ান গেমসে নতুন রেকর্ড গড়লেন। রুপো জিতলেন চিনের মো জিয়াদি।
এবারের এশিয়ান গেমসে বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছেন নিখাত জারিন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সারা দেশের ক্রীড়াপ্রেমীরাই নিখাতকে অভিনন্দন জানাচ্ছেন। প্যারিস অলিম্পিক্সেও পদক জেতাই নিখাতের লক্ষ্য।
এশিয়ান গেমসে স্কোয়াশে আরও একটি পদক নিশ্চিত করলেন অনাহত সিং ও অভয় সিং। তাঁরা দক্ষিণ কোরিয়ার ইয়্যাং ইয়নসু ও লি ডঙ্গিয়ানকে ২-১ হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছেন। দলগত বিভাগে সোনা জেতার পর এবার আরও একটি সোনা জেতার লক্ষ্যে অভয়।
চলতি এশিয়ান গেমসে পুরুষদের দলগত বিভাগে সোনা জিতেছেন। এবার ব্যক্তিগত বিভাগেও পদক নিশ্চিত করলেন সৌরভ ঘোষাল। তিনি জাপানের রাইউনোসুকে সুকুইকে ৩-০ হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছেন। ফলে পদক নিশ্চিত কলকাতার সৌরভের।
পুরুষদের তিরন্দাজির ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের ওজাস প্রবীণ দেওতালে। তিনি সেমি-ফাইনালে হারিয়ে দিয়েছেন কোরিয়ার ইয়্যাং জেওয়ানকে। ওজাসের পক্ষে ফল ১৫০-১৪৬। ফাইনালে অভিষেকের মুখোমুখি হবেন ওজাস।
চলতি এশিয়ান গেমসে আরও একটি পদক নিশ্চিত করল ভারত। স্কোয়াশের মিক্সড ডাবলসের সেমি-ফাইনালে পৌঁছে গেলেন দীপিকা পাল্লিকল ও হরিন্দর পাল সিং। তাঁরা কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন ফিলিপিন্সের জেমিকা অ্যারিবাডো-রবার্ট অ্যান্ড্রু জুটিকে।
এশিয়ান গেমসে মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে যাওয়ায় বক্সার লাভলিনা বর্গোহাইনকে অভিনন্দন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন, অসমের এই বক্সারের জন্য গর্বিত।
এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মহিলাদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গেলেন লাভলিনা বর্গোহাইন। একইসঙ্গে তিনি প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনও করে ফেললেন। এবার এশিয়ান গেমসে সোনা জেতাই লাভলিনার লক্ষ্য।
মহিলাদের ৫৪ কেজি বক্সিংয়ে ব্রোঞ্জ জেতায় ১৯ বছরের প্রীতি পাওয়ারকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আরও সাফল্য পাবেন এই তরুণী।