সংক্ষিপ্ত
দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছে ভারতীয় দল। এরই মধ্যে শুরু হচ্ছে হকি বিশ্বকাপ। ফলে নতুন বছরের শুরু থেকেই ক্রীড়াপ্রেমীদের সময়টা ভালোই কাটছে।
শুক্রবার শুরু হচ্ছে ১৫-তম হকি বিশ্বকাপ। ওড়িশায় হবে এবারের হকি বিশ্বকাপ। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম এবং রাউরকেল্লার নবনির্মিত বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে হবে হকি বিশ্বকাপের ম্যাচগুলি। রাউরকেল্লার নতুন স্টেডিয়ামটি বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম কি না, সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওড়িশা সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এফআইএইচ-এর পক্ষ থেকে নবনির্মিত স্টেডিয়ামটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্টেডিয়ামেই সবচেয়ে বেশি দর্শকাসন রয়েছে। এবারের হকি বিশ্বকাপে খেলবে ১৬টি দল। ভারতীয় দল একবারই হকি বিশ্বকাপ জিতেছে ১৯৭৫ সালে। ৪৮ বছর পর ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামছে ভারত। তবে ভারতীয় দলের লড়াই মোটেই সহজ হবে না। বেলজিয়াম, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডসের মতো দলগুলির বিরুদ্ধে কঠিন লড়াই ভারতের। গ্রুপ ডি-তে ভারতের সঙ্গে আছে ইংল্যান্ড, স্পেন, ওয়েলশ। যে ৪ দল ৪ গ্রুপের শীর্ষে থাকবে, তারা সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলগুলি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই করবে।
মঙ্গলবার থেকে শুরু হল মালয়েশিয়া ওপেন। প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন ভারতের অন্যতম সেরা দুই শাটলার সাইনা নেহওয়াল ও কিদম্বী শ্রীকান্ত। চিনের শাটলার হান ইউয়ের কাছে হেরে গেলেন সাইনা। জাপানের অবাছাই শাটলার কেন্তা নিশিমোতোর কাছে হেরে গেলেন শ্রীকান্ত।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস। ২০১৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কাতার বিশ্বকাপে রানার্স হয় ফ্রান্স। এই দুই বিশ্বকাপেই খেলেন গোলকিপার লরিস। কাতার বিশ্বকাপ ফাইনালই দেশের হয়ে তাঁর শেষ ম্যাচ হয়ে গেল। ক্লাব ফুটবলে অবশ্য আরও কিছুদিন খেলবেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৬৭ রানে জয় পেল ভারতীয় দল। বিরাট কোহলির অসাধারণ শতরানের সুবাদে ৭ উইকেটে ৩৭৩ রান করে ভারত। জবাবে ৮ উইকেটে ৩০৬ রান করে শ্রীলঙ্কা। ১০৮ রান করে অপরাজিত থাকেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ ঘিরে বরাবরের মতোই বাংলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। সিএবি কর্তারা ভারত-শ্রীলঙ্কা ম্যাচ সফলভাবে আয়োজন করার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছেন।
ওডিআই ফর্ম্যাটে পরপর ২ ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ১১৩ রান করার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেও ১১৩ রান করলেন বিরাট। ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯টি শতরান হয়ে গেল তাঁর। দেশের মাটিতে ২০টি শতরান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করলেন বিরাট।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে প্রতি ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে বল করে নিজেরই রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ম্যাচে ভারতীয়দের মধ্যে দ্রুততম বল করার রেকর্ড গড়লেন উমরান মালিক। এর আগে টি-২০ ম্যাচে ভারতের হয়ে তাঁর দ্রুততম বলের গতি ছিল প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। সেই রেকর্ড ভেঙে দিলেন তিনি।
মঙ্গলবার কন্যাশ্রী কাপের ম্যাচে বেহালা ঐক্য সম্মিলনীকে ৩৫-০ হারিয়ে দিল ইস্টবেঙ্গল। নিজেদের মাঠে এই ম্যাচে ইস্টবেঙ্গলের মহিলা দলের হয়ে গোল করলেন ১০ জন। এবারের কন্যাশ্রী কাপে নিজেদের প্রথম ৪ ম্যাচেই বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল।
ইরানের ফুটবলার ওমিদ সিংয়ের বকেয়া না মেটানোয় ফের ইস্টবেঙ্গলের উপর ট্রান্সফার ব্যান জারি করল ফিফা। এ বছরের ১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য জারি হয়েছে এই নিষেধাজ্ঞা। ফলে আপাতত নতুন কোনও ফুটবলারকে সই করাতে পারবে না ইস্টবেঙ্গল।
ওডিআই ফর্ম্যাটে ৪৫-তম শতরান করলেন বিরাট কোহলি। ওডিআই ফর্ম্যাটে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের শতরানের রেকর্ড স্পর্শ করা থেকে খুব বেশি পিছিয়ে নেই বিরাট। তবে সচিনের সঙ্গে বিরাটের তুলনা করা উচিত নয় বলে মতপ্রকাশ করলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর মতে, সচিনের সময় ফিল্ডিংয়ের নিয়ম আলাদা ছিল। সেই কারণে তাঁদের মধ্যে তুলনা করা যায় না।