- Home
- Sports
- Other Sports
- 'খেলায় সাহায্য করতে বদ্ধপরিকর সরকার,' জাতীয় ক্রীড়া দিবসে বার্তা প্রধানমন্ত্রীর
'খেলায় সাহায্য করতে বদ্ধপরিকর সরকার,' জাতীয় ক্রীড়া দিবসে বার্তা প্রধানমন্ত্রীর
মেজর ধ্যানচাঁদের জন্মদিবস উপলক্ষে ২৯ অগাস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এবারও ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে এই বিশেষ দিন পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দিনে ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
| Published : Aug 29 2024, 06:57 PM IST
- FB
- TW
- Linkdin
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর
জাতীয় ক্রীড়া দিবসে 'এক্স' হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা মেজর ধ্যানচাঁদজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি।’
তরুণদের খেলায় সাহায্য করার বিষয়ে বদ্ধপরিকর সরকার, জানালেন প্রধানমন্ত্রী
'এক্স' হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘যাঁরা খেলার ব্যাপারে আবেগপ্রবণ এবং ভারতের হয়ে খেলেছেন, তাঁদের অভিনন্দন জানানোর সময় এটা। আমাদের সরকার খেলায় সাহায্য করার বিষয়ে দায়বদ্ধ এবং আরও তরুণ যাতে খেলতে পারেন, দক্ষতার পরিচয় দিতে পারেন, সে বিষয়ে বদ্ধপরিকর।’
'হকির জাদুকর' মেজর ধ্যানচাঁদের জন্মদিবসে শ্রদ্ধা জানাচ্ছে সারা দেশ
মেজর ধ্যানচাঁদ ক্রীড়ামহলে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। বৃহস্পতিবার তাঁর জন্মদিবসে শ্রদ্ধা জানাচ্ছে সারা দেশ।
পরাধীন ভারতে হকিতে তিনবার অলিম্পিক্সে জাতীয় দলকে সোনা জেতান মেজর ধ্যানচাঁদ
১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ সালে ভারতের পুরুষ হকি দলকে অলিম্পিক্সে সোনা জেতান মেজর ধ্যানচাঁদ। তাঁর অসাধারণ পারফরম্যান্স সারা দুনিয়ার নজর কেড়ে নেয়।
মেজর ধ্যানচাঁদের অসাধারণ খেলা সম্পর্কে ক্রীড়ামহলে নানা কাহিনি প্রচলিত
মেজর ধ্যানচাঁদ সম্পর্কে শোনা যায়, তাঁর অসাধারণ পারফরম্যান্স দেখে বিদেশিরা সন্দেহ করত, হকি স্টিকে চুম্বক লাগানো আছে। তারা ধ্যানচাঁদের হকি স্টিক পরীক্ষা করে দেখেছিল।
মেজর ধ্যানচাঁদের বিরুদ্ধে জাদুবিদ্যা প্রয়োগের অভিযোগ তুলেছিল বিদেশিরা
মেজর ধ্যানচাঁদ সম্পর্কে শোনা যায়, একবার তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, হকি স্টিকে জাদুবিদ্যা করা আছে। তখন ধ্যানচাঁদ বলেছিলেন, 'আমাকে ছাতার বাঁট বা ওই জাতীয় কোনও বাঁকানো লাঠি দাও। সেটা নিয়েই খেলব।'
ফুটবল-সম্রাট পেলের মতোই হকির দুনিয়ায় অবিসংবাদী নায়ক মেজর ধ্যানচাঁদ
ভারতীয় দলের হয়ে ৪০০ গোল করেন মেজর ধ্যানচাঁদ। আন্তর্জাতিক হকিতে তাঁর এই রেকর্ড আজও অক্ষত।
ভারতের সব ক্রীড়াবিদের কাছেই অত্যন্ত শ্রদ্ধেয় এবং অনুপ্রেরণা মেজর ধ্যানচাঁদ
১৯০৫ সালে জন্ম মেজর ধ্যানচাঁদের। ২০২৪ সালে এসেও সারা দেশের কাছে তিনি অনুপ্রেরণা। সবাই তাঁর প্রতি শ্রদ্ধাশীল।
জাতীয় ক্রীড়া দিবসে শুধু হকি নয়, সব খেলার প্রতিই গুরুত্ব দেওয়া হয়
জাতীয় ঐক্য, সংহতি ও সম্মান বজায় রাখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে খেলা। এই কারণে জাতীয় ক্রীড়া দিবসে সব খেলার প্রতিই গুরুত্ব দেওয়া হয়।
জাতীয় ক্রীড়া দিবসে প্যারিস প্যারালিম্পিক্সে পদকের লক্ষ্যে লড়াই করছেন ভারতীয়রা
বৃহস্পতিবার প্যারিস প্যারালিম্পিক্সের বিভিন্ন ইভেন্টের লড়াই শুরু হয়েছে। ভারতীয় প্যারা অ্যাথলিটরা পদকের লক্ষ্যে লড়াই করছেন।
টোকিও প্যারালিম্পিক্সের চেয়ে প্যারিসে পদক সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে ভারতীয়রা
টোকিও প্যারালিম্পিক্সে ভারতের প্যারা অ্যাথলিটরা ১৯ পদক জেতেন। এবার প্যারিস প্যারালিম্পিক্সে অন্তত ২৫ পদকের লক্ষ্যে ভারত।
ভারতের সর্বত্র ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ কেন্দ্রীয় সরকারের
দেশের সব রাজ্য থেকেই যাতে অলিম্পিয়ান তৈরি করা যায়, সেই চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।