সংক্ষিপ্ত

রবিবারের পর সোমবার, চলতি প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের প্যারা অ্যাথলিটদের সাফল্য অব্যাহত। একের পর এক ইভেন্টে পদক জিতে চলেছেন ভারতীয়রা।

টোকিও প্যারালিম্পিক্সের পর প্যারিস প্যারালিম্পিক্স, ফের পুরুষদের ডিসকাস থ্রো এফ৫৬ ইভেন্টে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া। সোমবার স্তাদ ডে ফ্রান্সে অসাধারণ লড়াই করে প্যারালিম্পিক্সে ব্যক্তিগত দ্বিতীয় পদক জিতলেন যোগেশ। এই প্যারা অ্যাথলিট ৪২.২২ মিটার থ্রো করে রুপো জিতলেন। চলতি মরসুমে ব্যক্তিগত সেরা থ্রো করলেন যোগেশ। প্রথম প্রচেষ্টাতেই তিনি সেরা থ্রো করেন। এরপর বাকি ৫ থ্রোয়ে পারফরম্যান্স উন্নত করতে পারেননি। গতবার রুপো জেতার পর এবার সোনা জেতার লক্ষ্যে ছিলেন যোগেশ। কিন্তু তাঁকে টেক্কা দিলেন ব্রাজিলের প্যারা অ্যাথলিট ক্লডিনি বাতিস্তা। তিনি প্যারালিম্পিক্সে নতুন রেকর্ড গড়ে সোনা জিতলেন। ৪৬.৮৬ মিটার থ্রো করেন ক্লডিনি।

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের অষ্টম পদক

সোমবার চলতি প্যারিস প্যারালিম্পিক্সে ভারতকে অষ্টম এনে দিলেন যোগেশ। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে চতুর্থ পদক জিতল ভারত। রবিবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জোড়া পদক জেতে ভারত। পুরুষদের হাই জাম্পে রুপো জেতেন নিশাদ কুমার। মহিলাদের ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতেন প্রীতি পাল। চলতি প্যারালিম্পিক্সে ব্যক্তিগত দ্বিতীয় পদক জিতেছেন প্রীতি। মহিলাদের ব্যাডমিন্টনে রুপো নিশ্চিত হয়ে গিয়েছে। এই ইভেন্টে ব্রোঞ্জও পেতে পারে ভারত।

মায়ের জন্য উঠে দাঁড়াতে পেরেছেন যোগেশ

৯ বছর বয়সে যোগেশের বিরল স্নায়ুর রোগ ধরা পড়ে। এর ফলে টানা ২ বছর দাঁড়াতে পারেননি তিনি। তাঁর মা মীনা দেবী ফিজিওথেরাপি শিখে ছেলেকে সুস্থ করে তোলার চেষ্টা শুরু করেন। তাঁর চেষ্টায় ৩ বছরের মধ্যে হাঁটার শক্তি ফিরে পান যোগেশ। মায়ের জন্যই তিনি জীবনের লড়াইয়ে ঘুরে দাঁড়াতে পারেন। এখনও সেই লড়াই চালিয়ে যাচ্ছেন এই প্যারা অ্যাথলিট। তিনি আন্তর্জাতিক স্তরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনে পদক নিশ্চিত ভারতের, ফাইনালে তুলসিমতি মুরুগেশন

হাই জাম্পে রুপো, প্যারালিম্পিক্সে ভারতকে সপ্তম পদক জেতালেন নিশাদ কুমার

মনু ভাকেরের সঙ্গে কী সম্পর্ক প্যারালিম্পিক্সে ব্রোঞ্জজয়ী রুবিনা ফ্রান্সিসের?