সংক্ষিপ্ত
ভারতে ২ বার এশিয়ান গেমস হয়েছে, ২০১০ সালে কমনওয়েলথ গেমসও হয়েছে। এবার ভারতের লক্ষ্য আরও বড়। এদেশে অলিম্পিক্স আয়োজনের স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন করতে চায় ভারত। শনিবার মুম্বইয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সেশনে বক্তব্য পেশ করতে গিয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘ভারতীয়রা অনেক বছর ধরেই নিজেদের দেশে অলিম্পিক্স আয়োজন করার স্বপ্ন দেখছে। আমরা আপনাদের সাহায্য নিয়ে এই স্বপ্নপূরণ করতে চাই। ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন করতে চায় ভারত। ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন করতে তৈরি ভারত।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজনের দাবি জানানোর পাশাপাশি ২০২৯ সালে ইয়ুথ অলিম্পিক গেমসও আয়োজন করতে চাইছে ভারত। এদেশে অলিম্পিক্স হলে ক্রীড়া মানচিত্রই বদলে যাবে। অলিম্পিক্স, বিশ্বকাপের মতো প্রতিযোগিতা একটি দেশের আর্থিক বৃদ্ধিতে সাহায্য করে। ফলে এদেশে অলিম্পিক্স হলে ভারতীয় অর্থনীতিরও উন্নতি হবে বলে আশা করা যায়।
সদ্যসমাপ্ত এশিয়ান গেমস অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের ক্রীড়াবিদরা। সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতাগুলির জন্য তৈরি ভারত। আপনাদের সামনে আমি ১৪০ কোটি ভারতীয়র অনুভূতি প্রকাশ করতে চাই। নিজেদের দেশেই অলিম্পিক্স আয়োজন করার ব্যাপারে আগ্রহী ভারত। এবারের এশিয়ান গেমসে ভারতের পারফরম্যান্স ঐতিহাসিক। আমরা এবার নিজেদের দেশে অলিম্পিক্স আয়োজন করতে চাই। খেলার ভাষা বিশ্বজনীন। খেলায় কেউ হেরে যায় না। খেলায় শুধু বিজয়ী আর শিক্ষার্থী থাকে। আমাদের সরকার সব স্তরে খেলায় উৎসাহ দিচ্ছে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, ইয়ুথ গেমস, সামার গেমস, সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা, প্যারা অ্যাথলেটিক্স গেমস আয়োজন করা হচ্ছে। আমরা শুধু খেলা ভালোবাসি না, আমরা খেলা নিয়েই বাঁচি। আমাদের দেশের হাজার হাজার বছরের ইতিহাস দেখলেই সেটা বোঝা যায়।’
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ বলেন, ‘প্যারিসে ২০২৪ সালের অলিম্পিক গেমসে আমাদের সময়ের মূল্যবোধের পরিচয় পাওয়া যাবে। অ্যাথলিট, ক্রীড়াপ্রেমী জনগণ, অলিম্পিক্সের সঙ্গে যুক্ত প্রত্যেকে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সের দিকে তাকিয়ে আছি। এই অলিম্পিক গেমস একেবারে নতুন যুগের হবে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে আরও তারুণ্য, সারা বিশ্বের মানুষ অলিম্পিক্সের সঙ্গে যুক্ত হবেন, আরও নগরায়ন দেখা যাবে। ২০২৪ সালের অলিম্পিক্স আরও সহনশীল হয়ে উঠবে। অলিম্পিক্সে প্রথমবার পূর্ণ লিঙ্গসমতা দেখা যাবে। আমরা অলিম্পিক্স সংক্রান্ত যে নীতি নিয়েছি, সেটা প্রথম থেকে শেষপর্যন্ত কার্যকর করব। এই প্রথম আমাদের নতুন নীতি অনুযায়ী অলিম্পিক গেমস আয়োজনের পরিকল্পনা করছি। সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ীই হচ্ছে।’
আরও পড়ুন-
India Vs Pakistan: অষ্টম ম্যাচে ৭ উইকেটে জয়, বিশ্বকাপে পাকিস্তানের লজ্জা বাড়ালেন রোহিতরা
Kane Williamson: ভেঙে গিয়েছে আঙুল, বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেলেন কেন উইলিয়ামসন