মাত্র ১৮ বছর বয়সেই ইউএস চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রচনা করেছেন ব্রিটিশ টেনিস তারকা এমা রাডুকানু। এবার ভোগ-এর রেড কার্পেটে হেঁটে সকলের মন জয় করলেন এমা।

৫৩ বছরে প্রথম ব্রিটিশ মহিলা হিসেবে ইউএস ওপেন জিতে ইতিহাস রচনা করেছেন এমা রাডুকানু। মাত্র ১৮ বছর বয়সেই এই কৃতিত্ব অর্জন করে রাতারাতি তারকা হয়ে উঠেছেন ব্রিটিশ টেনিস সেনসেশন। ইউএসওপেন ফাইনাল জয়ের পর ট্রফি হাত এমা রাডুকানুর মিষ্টি হাসির ছবি ইতিমধ্য়েই মন জয় করে নিয়েছে তরুণ প্রজন্মের। রাতারাতি নেট দুনিয়া ফ্য়ান ফলোয়ার্সের সংখ্যাও আকাশ ছুয়েছে। এবার 'ভোগ' অনুষ্ঠানে রেড কার্রপেটে হেটে ঝড় তুললেন এমা। 

প্রতিবারের মত এবার ব্রিটিশ 'ভোগ' ম্যাগাজিনের 'মিট গালা ২০২১' অনুষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রের তারকারা অংশ নেন সেই অনুষ্ঠানে। ক্রীড়া ক্ষেত্রের একাধিক ব্যক্তিত্বের মধ্যে এবার 'ভোগ'-এর বিশ্ব জনপ্রিয় অনুষ্ঠানে রেড কার্পেট মাতালেন এমা রাডুকানু। সাদা-কালো খোলা মেলা পোষাক তারউপর সেই মন ভোলানো হাসিতে আরও একবার সকলের মন জয় করে নিলেন ২০২১ ইউএস ওপেন চ্যাম্পিয়ন। প্রথমাবার হলেও, রেড কার্পেটে অভিজ্ঞদের মতই পোজ দিলেন ব্রিটিশ টেনিস তারকা এমা রাডুকানু।

Scroll to load tweet…

প্রসঙ্গত, ইউএস ওপেন ফাইনালে কানাডার লেইলা ফার্নান্ডেজকে হারিয়ে চ্য়াম্পিয়ন হন এমা। এই শতকে প্রথমবার এল টিনএজার ফাইনাল ঘিরে উৎসাহ ছিল বিশ্ব জুড়ে। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই প্রতীদ্বন্দ্বীর। যদিও প্রথম সেটেই দু’বার লায়লার সার্ভিস ভেঙে সেট জেতেন রাডুকানু। ৬-৪ ব্যবধানে ম্যাচ জেতেন রাডুকানু। দ্বিতীয় সেটে ব্রিটিশ তরুণীর সামনে দাঁড়াতেই পারেননি কানাডার প্রতিপক্ষ। ৬-৩ ব্য়াবধানে সেট ও ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হন রাডুকানু।

YouTube video player