সংক্ষিপ্ত

Yogi on Waqf: ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বাংলায়। কেন্দ্রের আনা নয়া এই আইনের প্রতিবাদে রীতিমত অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলার মুর্শিদাবাদ জেলার। এখনও জ্বলছে সেখানে হিংসার আগুন। এই পরিস্থিতে এবার মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মুখ খুললেল

Yogi on Waqf: ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বাংলায়। কেন্দ্রের আনা নয়া এই আইনের প্রতিবাদে রীতিমত অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলার মুর্শিদাবাদ জেলার। এখনও জ্বলছে সেখানে হিংসার আগুন। এই পরিস্থিতে এবার মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মুখ খুললেল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi on Waqf)।

ওয়াকফ অশান্তি নিয়ে কী বলেছেন যোগী আদিত্যনাথ (Yogi on Waqf):-

রবিবার উত্তর প্রদেশের একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে ওয়াকফ ইস্যুতে বলতে গিয়ে উত্তর প্রদেশের (Uttar Pradesh News) মুখ্যমন্ত্রী বলেন, ''ওয়াকফ আইন নিয়ে হিংসা উসকে দেওয়া হচ্ছে৷ মুর্শিদাবাদে। হিন্দুদের খুন করা হচ্ছে। তাদের বাড়ি-গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। লুটপাট করা হচ্ছে। যারা করছে তারা কারা? অথচ ওয়াকফ আইনের ফলে বঞ্চিতরা সুবিধা পাবে। এই জমি যদি রাজস্ব রেকর্ডে ফিরে আসে, তাহলে একজন দরিদ্র মানুষও বাড়়ি পাবে। ভালো ফ্ল্যাট পাবে। তাঁদের জীবন যাপন উন্নত হবে।''

তিনি আরও বলেন, ''গরিবরা উঁচু বাড়ি পেলে তাঁদের ভোটব্যাঙ্ক নষ্ট হয়ে যাবে। এই ভয় করছে বিরোধীরা। আর তারাই হিংসায় উস্কানি দিচ্ছে। তারা প্ররোচিত করছে।'' এদিনের জনসভা থেকে রীতি অ-বিজেপি দলগুলিকে একহাত নেন যোগী। তিনি আরও জানান, ভোটব্যাঙ্কে ফায়দা লুঠতেই এই পরিকল্পিত অশান্তি ছড়ানো হচ্ছে।

যোগী জানান, দেশজুড়ে CAA আইন কার্যকরার সময় এই একই ভাবে প্রতিবাদে পথে নেমেছিল বিরোধীরা। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ছড়ানো হয়েছিল হিংসার আগুন। ওয়াকফ আইন পাস হওয়ার পর দেশজুড়ে ফের একই জিনিস দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে হিংসায় উন্মত্ত মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই জেলায় হিংসার ঘটনায় রাজ্য পুলিশ এখনও পর্যন্ত ১৫০ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। শনিবার হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশের পর মুর্শিদাবাদে নেমেছে কেন্দ্রীয় বহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুর্শিদাবাদের রাস্তায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। সব মিলিয়ে ওয়াকফ ইস্যুতে এখনও থমথমে বাংলার এই জেলার পরিস্থিতি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।