Ghibli Art-এ ভেসে সাইবার অপরাধীদের ফাঁদে পড়তেই পারেন, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
Ghibli Art: নিজের ও পরিবারের মানুষদের ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই ছবিকে কার্টুনের মত বানিয়ে নেওয়া যায়। সেটাই আপলোড করা যায় সোশ্যাল মিডিয়ায়।
- FB
- TW
- Linkdin
)
Ghibli Art
গোটা বিশ্বই গা ভাসাচ্ছে Ghibli Art-এর স্রোতে।
Ghibli Art কী
নিজের ও পরিবারের মানুষদের ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই ছবিকে কার্টুনের মত বানিয়ে নেওয়া যায়। সেটাই আপলোড করা যায় সোশ্যাল মিডিয়ায়।
মূল প্রযুক্তি
বিশেষজ্ঞদের কথায় এটির মূল প্রযুক্তি AI।
Ghibli Art-এ বিপদ
Ghibli Art-এ রয়েছে ঘোর বিপদ। সাবধান করেছেন সাইবার বিশেষজ্ঞরা।
Ghibli Artতে বিপদ
বিশেষজ্ঞদের কথায় Ghibli Art-এর মাধ্যমে আপনার ছবি আর তথ্য দ্রুত হাতে পেয়ে যেতে পারে সাইবার অপরাধীরা।
সুরক্ষিত রাখা জরুরি
Ghibli Art-র ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের কার্টুন ইমেজ বানাতে দিয়ে সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে ফেলতেই পারেন। কারণ জানিয়েছেন বিশেষজ্ঞরা।
শর্ত নেই
বিশেষজ্ঞদের কথায় যে ছবি আপলোড করছেন সেখান থেকে আপনার ছবি বা তথ্য অন্য কোথায় চলে যাবে না বা ছবি বিক্রি হবে না তেমন কোনও শর্ত দেওয়া নেই।
মুঠো ফোনে বিপদ
বিশেষজ্ঞদের কথায় মুঠো ফোনে আপনি যখন ছবি তোলেন তখনই আপনার ছবির সঙ্গে সম্পর্কিত তথ্য ফোনে থেকে যায়।
তথ্য হাত বদল
একইভাবে কেউ যখন তাঁর ছবি এআই প্ল্যাটফর্মে আপলোড করছে, ছবির ব্যাকগ্রাউন্ডের সেই তথ্যগুলি তো চলে যাচ্ছে এই প্ল্যাটফর্মগুলিতে।
সার্ভার আমেরিকায়
জিবলি আর্ট তৈরি করতে গিয়ে নিজের ব্যক্তিগত ছবি দিয়ে ফেলছেন নেটিজেনরা। বিশেষজ্ঞরা বলছেন এই জিবলি ইমেজের মেন সার্ভার রয়েছে আমেরিকায়। বিপুল পরিমাণ ছবি বা তথ্য কোন সার্ভারে গিয়ে জমা হচ্ছে তা এখনও কেউ জানে না। ফলে অজান্তেই ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে । বিশেষজ্ঞদের আশঙ্কা ডিপফেক, ফেক পর্নোগ্রাফি এমনকী ডার্ক ওয়েবেও বিক্রি হতে পারে ব্যক্তিগত ছবি। যে কোনও মুহূর্তে সাইবার অপরাধের শিকার হতে পারেন আপনি।