এবার থেকে ভূমিকম্পের আগাম সতর্কতা মিলবে আপনার ফোন, জেনে নিন কীভাবে
- FB
- TW
- Linkdin
ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির মুখে পড়েন বহু মানুষ। মঙ্গলবার তিব্বত নেপাল তিব্বতে সীমান্তে ভূমিকম্পের কারণে ইতিমধ্যেই মৃত্যুর প্রাণ হারিয়েছেন বহু।
ভূমিকম্পের খবর পাওয়ার একটা খুব সহজ উপায় রয়েছে যা চালু করা যাবে ঘরে বসেই। স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কতা পাওয়ার জন্য একটি ছোট সেন্সর থাকে।
ফোনে ভূমিকম্পের আগাম সতর্কতা পেতে কী করবেন। অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে সেটিংস অ্যাপ খুলতে হবে।
তারপর সেফটি অ্যান্ড এমার্জেন্সি বিভাগে গিয়ে আর্থকুইক অ্যালার্ট অপশনটি চালু করে দিতে হবে।
আইফোনের ক্ষেত্রে প্রথম সেটিংস যেতে হবে। তারপর নোটিফিকেশন অপশনে গিয়ে একদম শেষ এমার্জেন্সি অ্যালার্ট অপশনটি চালু করতে হবে।
দুটি অপশনের কোনওটাই না তাকলে অ্যান্ড্রয়েডে প্লে স্টোর অথবা অ্যাপলে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে মাই শেক অ্যাপ।
সেখানে গিয়ে অ্যাপকে ব্যবহারকীর লোকেশন ট্র্যাক করার অনুমতি দিতে হবে। ৪.৫-র বেশি কম্পনের মাত্রা হলে অ্যাপটি আপনাকে সতর্ক করে দেবে।
দেরি না ফোনে এই পরিবর্তন আনুন। এবার থেকে মিলবে উপকার। আগাম জেনে যাবেন কোথায় কী ঘটছে।
মঙ্গলবার সকালে শহর কলকাত সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলয় ও উত্তরবঙ্গে কম্পন অনুভূত হবে।
কম্পনের সূত্রপাত নেপাল। কম্পনের উৎসস্থনে লেবুচে থেকে ৯৩ কিমি উত্তরপূর্ব নেপাল-তিব্বত সীমান্তে।