সংক্ষিপ্ত

হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য সুখবর। এখন থেকে মেসেজ পাঠানোর জন্য তা টাইপ করা খুব একটা জরুরি নয়। ডিজিটাল অ্যাসিসটেন্ট আপনার কথা শুনে মেসেজ টাইপ করে দেবে। শুধু ডিজিটাল অ্যাসিসটেন্টকে জানিয়ে দিলেই কাজ হয়ে যাবে।

অনেক সময় মেসেজ টাইপ করকে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। ব্যস্ততার মধ্যে জরুরি মেসেজ টাইপ করা সম্ভব হয় না। অনেক সময় আমাদের দুটো হাতই ব্যস্ত থাকে। তার ফলে মেসেজ দেখতে পেলেও তার উত্তর দেওয়া হয় না। আর কাজ মিটিয়ে উত্তর দিতে গিয়ে অনেকটা সময় চলে যায়। তবে এখন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে এটা নিয়ে আর কোনও সমস্যাই হবে না। বাজারে এসেছে এক নতুন ফিচার। যার মাধ্যমে আপনি মুখে বললেই মেসেজ টাইপ হয়ে যাবে। আপনাকে আর কষ্ট করে টাইপ করতে হবে না। 

হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য সুখবর। এখন থেকে মেসেজ পাঠানোর জন্য তা টাইপ করা খুব একটা জরুরি নয়। ডিজিটাল অ্যাসিসটেন্ট আপনার কথা শুনে মেসেজ টাইপ করে দেবে। শুধু ডিজিটাল অ্যাসিসটেন্টকে জানিয়ে দিলেই কাজ হয়ে যাবে। এমনকী, সেই পাঠাবে মেসেজ। অ্যান্ড্রয়েড ইউজাররা গুগল অ্যাসিসটেন্ট আর আইফোন ইউজাররা সিরির সাহায্যে এই সুবিধা পেতে পারবেন। যখন খুব ব্যস্ত থাকবেন মেসেজ টাইপ করার সময় থাকবে না তখন অনায়াসেই এই সুবিধা নিতে পারেন আপনি। 

আর মেসেজ লেখার পর যদি আপনি গুগল অ্যাসিসটেন্টকে বলেন মেসেজ পড়ে শোনাতে তাহলেও সে শুনিয়ে দেবে। তারপর আপনি ওকে করলে তবেই মেসেজ পাঠানো যাবে। ফলে ভুল লেখার কোনও সম্ভাবনাই নেই। তবে তার আগে অ্যাসিসটেন্ট আপনার কাছ থেকে কিছু অনুমতি চাইবে। সেগুলি যদি আপনি একবার দিয়ে দেন ব্যস তারপর আর আপনাকে কিছুই করতে হবে না। চ্যাটের মধ্যে চোখ না বুলিয়েই হোয়াটসঅ্যাপে কী লেখা হয়েছে তা জানতে পারবেন। এমনকী, অ্যাসিসটেন্টের সাহায্যে মেসেজও পাঠাতে পারবেন। আর কখনও যদি প্রয়োজন হয় তাহলে সেটিংসে গিয়ে যা যা অনুমতি দিয়েছিলেন সেগুলি বন্ধ করে দিতে পারেন। আবার যখন পরে প্রয়োজন হবে আবার সেগুলি অন করে নিলেই হবে। 

কীভাবে টাইপ না করেই মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপে? পদ্ধতিগুলি জেনে নিন :

প্রথমে, আপনার স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি ইনস্টল করতে হবে। আগে থেকে ইনস্ট করা থাকলে সেক্ষেত্রে ‘Okay Google’ বলে ওপেন করুন।

ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন। তারপর বলুন 'Hey Google'।

এরপর আপনি তাকে বলুন Send a WhatsApp message to XXXX (ব্যক্তির নাম আপনাকে বলতে হবে)

এবার, গুগল অ্যাসিসটেন্ট জানতে চাইবে ঠিক কী মেসেজ আপনি পাঠাতে চান। আপনি সেটা বলে যাবেন, আর অ্যাসিস্টেন্ট সেটা টাইপ করে দেবে 

টাইপ করার পর অ্যাসিসটেন্ট আপনাকে মেসেজটা দেখাবে। মেসেজ যদি ঠিক থাকে তাহলে তখন আপনাকে Okay, send it বলতে হবে। আর তখনই মেসেজ সেই ব্যক্তির কাছে চলে যাবে

YouTube video player