সংক্ষিপ্ত
- একাধিক নয়া ফিচার্স নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ
- বেশিরভাগেরই ব্যক্তিগত কনভারসেশন থাকে হোয়াইটঅ্যাপে
- আর্কাইভ না করে আড়াল করতে পারবেন গোপন চ্যাট
- স্মার্টফোনে জিবিহোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিন
একাধিক নয়া ফিচার্স নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। একের পর এক পরিবর্তন হয়েই চলেছে হোয়াটসঅ্যাপে। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বেশিরভাগেরই ব্যক্তিগত কনভারসেশন থাকে হোয়াইটঅ্যাপে। তবে অনেকে ক্ষেত্রে কোনও চ্যাট খুলতে গিয়ে বেরিয়ে আসে এই গোপন চ্যাট। তখনই বাড়ে বিপত্তি। আর্কাইভ না করে কীভাবে গোপন চ্যাট আড়াল করবেন রইল তার সহজ কৌশল।
প্রথমত, সবার আগে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে জিবিহোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিন। চ্যাট লুকানো ছাড়াও এই অ্যাপ্লিকেশন একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর জন্য ব্যবহার করা যায়।
দ্বিতীয়ত, জিবিহোয়াটসঅ্যাপ ফোনে ইনস্টল করার পর নিজের ফোন নম্বর ভেরিফিকেশন করে অ্যাকাউন্টটি খুলুন।
তৃতীয়ত,এই অ্যাপের মাধ্যমে আপনি নর্মাল হোয়াটসঅ্যাপের মতোই চ্যাট করতে পারবেন। এর পাশাপাশি ব্যক্তিগত চ্যাটও আড়াল করারও অপশন পাবেন। চ্যাট করার পর উপরের ডান দিকে তিনটি বিন্দু দেখতে পাবেন। সেখানে ঢুকলেই হাইড করার অপশন পাবেন। এবং পাসওয়ার্ড সেট করে চ্যাট হাইড করা যাবে।