সংক্ষিপ্ত
গোটা দেশজুড়ে সন্দেহজনক ১ হাজার ৭০০টি স্কাইপ আইডি এবং ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হল।
এখানে নেই কোনও গরাদ। না আছে কোনও পুলিশ।
কিন্তু তবু এর নাম ডিজিটাল অ্যারেস্ট। সম্প্রতি সাইবার ক্রাইমের এই নতুন বিষয়টি নিয়ে যেন আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বড় পদক্ষেপ নিল ইন্ডিয়ান সাইবারক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার।
গোটা দেশজুড়ে সন্দেহজনক ১ হাজার ৭০০টি স্কাইপ আইডি এবং ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হল। সেইসঙ্গে, সাধারণ মানুষের মধ্যে এই ডিজিটাল অ্যারেস্ট নিয়ে সচেতনতা জারি করতে একটি কর্মসূচিরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার, একটি লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে, ডিজিটাল গ্রেফতারি রুখতে প্রচার চালাবে কেন্দ্র। সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি দিল্লী মেট্রোতেও ঘোষণা করা হবে। এইরকমই একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
প্রসঙ্গত, চলতি মাসেই ডিজিটাল অ্যারেস্ট নিয়ে একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানে দাবি করা হয়েছে যে, বিগত ১০ মাসে এই সংক্রান্ত প্রতারণার শিকার হয়ে প্রায় ২,১৪০ কোটি টাকা খুইয়েছেন সাধারণ মানুষ।
থাইল্যান্ড, হংকং এবং লাওসের মতো একাধিক দেশ থেকে ভারতের মাটিতে চলছে এই ডিজিটাল প্রতারণা। শুধু তাই নয়, দেশের পাশাপাশি বিদেশের ব্যাঙ্কেও জমা হচ্ছে এই প্রতারণা থেকে লুটে নেওয়া বিপুল পরিমাণ অর্থ। এরপরই এই মামলার তদন্তে নেমে প্রায় ১৫৯ কোটি টাকার সন্ধান পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
যার পুরোটাই ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা। তারপর থেকে শুরু হয়ে গেছে গ্রেফতারিও। তাই যেনতেন প্রকারে এই সাইবার ক্রাইম রুখতে মরিয়া কেন্দ্র।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।