সংক্ষিপ্ত

কোন ধরনের ভিডিওতে ভালো ভিউ আসতে পারে? দীর্ঘ ভিডিও এবং শর্টস-এর মধ্যে কোনটিতে বেশি আয় করা সম্ভব?

বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজে লাগিয়ে আয় করছেন অনেকেই। এমনকী সোশ্যাল মিডিয়াকেই পেশা হিসেবে নেন বহু মানুষ। এক্ষেত্রে ইউটিউব সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করে বহু মানুষই আয়ের পথ বেছে নিয়েছেন। তবে বর্তমানে ইউটিউব ভিডিও-এর ক্ষেত্রেও নানা ধরনের সমস্যা থাকে। ঠিক উপায় কাজ না করলে নিয়মিত ভিডিও আপলোড করেও লাভের মুখ দেখা হবে না। কোন ধরনের ভিডিওতে ভালো ভিউ আসতে পারে? দীর্ঘ ভিডিও এবং শর্টস-এর মধ্যে কোনটিতে বেশি আয় করা সম্ভব? জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে ইউটিউবে ভালো ভিউ আসবে।

ইউটিউবে ভিউ প্রতি আয়

ইউটিউবে দীর্ঘ ভিডিও এবং শর্টস-এর জন্য ভিউ প্রতি আয়ের হার আলাদা। সাধারণত দীর্ঘ ভিডিও-এর ক্ষেত্রে ভিউ প্রতি আয়ের হার শর্টসের চেয়ে বেশি হয়।

দীর্ঘ ভিডিও-এর ক্ষেত্রে ভিউ প্রতি আয়

দীর্ঘ ভিডিও-এর জন্য ভিউ প্রতি আয়ের হার সাধারণত ১ থেকে ২৫ ডলারের মধ্যে থাকে। তবে এই হার নির্ভর করে ভিডিওর কনটেন্ট, দর্শকদের অবস্থান এবং অন্যান্য বিষয়ের উপর।

শর্টসের -এর ক্ষেত্রে ভিউ প্রতি আয়

শর্টসের জন্য ভিউ প্রতি আয়ের হার সাধারণত ৩ ডলারের মধ্যে থাকে।

ইউটিউবে আয়ের উপায়

শুধুমাত্র ভিউ ছাড়াও নানা উপায় ইউটিউবে আয় করা যায়। এর মধ্যে স্পনসরশিপ, প্রচারমূলক ভিডিও, ডিজিটাল পণ্য বিক্রয় উপায়গুলি সবচেয়ে জনপ্রিয়।

কোন ফর্মের ভিডিও-এ লাভ বেশি?

দীর্ঘ ভিডিও এবং শর্টস-এর মধ্যে লাভ বেশি দর্শক পরিমানের উপর।