পৌষ মাসে যে কোনও ধরনের শুভ কাজ বন্ধ হয়ে যায় কারণ এই মাসে সূর্য দেবতা ধনু রাশিতে অবস্থান করেন এবং পৃথিবীতে তার প্রভাব অনেকটাই কমে যায়। তবে এই মাসটি দান ও প্রার্থণার দিক থেকে খুবই উত্তম বলে মনে করা হয়। পৌষ মাসে যেমন সূর্যদেবের পূজা করা হয়, তেমনি ভগবান বিষ্ণুর পূজারও বিশেষ তাৎপর্য রয়েছে।