আগ্নেয়গিরির অগ্নুৎপাত (Volcanic Eruption) এবং সুনামির (Tsunami Wave) জোড়া ধাক্কায় বিধ্বস্ত টোঙ্গার (Tonga) পাশে দাঁড়ালো ভারত। ২ লক্ষ মার্কিন ডলারের তাৎক্ষণিক সহায়তা ঘোষণা করল মোদী সরকার (Modi Govt)।
সামনে আসল আগ্নেয়গিরিতে বিস্ফোরণের পর টোঙ্গার (Tonga) উপগ্রহ ছবি। বিরাট অংশ আগ্নেয়গিরির (Volcano) ধূসর ছাইয়ে ঢেকে গিয়েছে অথবা সুনামিতে (Tsunami) ক্ষতিগ্রস্ত।
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের (volcanic eruption) পর সৃষ্ট সুনামিতে (Tsunami) ক্ষতিগ্রস্ত টোঙ্গা (Tonga)বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকাজে সাহায্য করছে অস্ট্রেলিয়া (Australia) ও নিউজিল্যান্ডের (New Zealand) প্রশাসন। তবে কোভিড (Covid)আবহে ত্রাণ পৌছানো নিয়ে উদ্বিগ্ন দ্বীপ দেশটি।
প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার (Tonga) কাছে, সমুদ্রের নিচের অবস্থিত একটি আগ্নেয়গিরিতে (Volcano) বড়মাপের অগ্ন্যুৎপাত। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আছড়ে পড়ল সুনামি (Tsunami)।