সাপের ভিডিও ঘিরে মগ্ন নেটিজেনরা নিমেষের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় একটি সাপের দেখা মিলল শৌচাগারে   


একবার শুধু চিন্তা করুন সকাল উঠে আপনি আপনার শৌচালয়ে গিয়েছেন। আর সেখানে টয়লেট আসন বা কমোডের মধ্যে আপনি ঘুরে বেড়াতে দেখনের একটি সাপকে । কী করবেন আপনি? কারণ এখনও বিশ্বের অধিকাশং মানুষই মনে করেন সাপ একটি ভয়ঙ্কর প্রাণী। আর প্রতিবছর আমাদের দেশে সাপের দংশনে মৃত্যু হয়ে বহু মানুষের। এক বিশেষজ্ঞ অবস্য বলছেন সাপে বিষ থেকে যত জনের মৃত্যু হয় তার থেকে বেশি মৃত্যু হয় আতঙ্কে। 

তা সে যাই হোক, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কমোডের মধ্যে রীতিমত বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে একটি সাপ। তবে এটি কোথা থেকে এত তার অবশ্য কোনও সন্ধান পাওয়া যায়নি। পেটন ম্যালোন নামে এক ব্যক্তি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন এই ভিডিওটি। সম্ভবত এই ঘটনাটি ঘটেছিল টেক্সাসে। 

Scroll to load tweet…


সাপটি বাইরে বার হওয়ার চেষ্টা করছে। সাপটিকে আটকাতে গল্ফ স্টিককেই কাজে লাগিয়েছেন এক ব্যক্তি। গল্ফ স্টিকের সাহায্যেই তিনি সাপটিকে কমোডের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যার ক্যাপসানে তিনি লিখেছেন এটি তাঁর অযৌক্তিক ভয়। আর এই ভিডিওটি রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

Scroll to load tweet…
Scroll to load tweet…