অক্ষয় তৃতীয়ায় তৈরি হচ্ছে অমৃতযোগ, জেনে নিন এই দিনের শুভ সময়

হিন্দুদের কাছে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটা দিন। অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই লক্ষ্মী-গণেশের পুজো করেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া। এই বছর এই তিথিতে থাকবে রোহিণী নক্ষত্র।

/ Updated: Apr 19 2022, 07:24 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হিন্দুদের কাছে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটা দিন। অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই লক্ষ্মী-গণেশের পুজো করেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া। এই বছর এই তিথিতে থাকবে রোহিণী নক্ষত্র। অক্ষয় তৃতীয়ায় তৈরি হচ্ছে অমৃতযোগ। এই দিনে অনেকেই গঙ্গা স্নান করে থাকেন। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩ মে এবং বাংলায় ১৯ বৈশাখ। ২ মে রাত ৩:১৭ মিনিট থেকে শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়ার শুভ সময়। ৩ মে ভোর ৫: ২৫ মিনিট পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়া থাকবে। এই শুভ সময়ের মধ্যে যেকোনও শুভ কাজ করলে ভালো ফল মেলে।