নববর্ষের বিশেষ দিনে গণেশের পুজো ঘরে আনতে পারে সুখ ও সমৃদ্ধি

বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ যাকে সবাই নববর্ষও বলে থাকে। এই দিনটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে পালিত হয়। বাংলা বছরের প্রথম এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

/ Updated: Apr 14 2022, 09:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ যাকে সবাই নববর্ষও বলে থাকে। প্রতি বছর বর্ষবরণের আনন্দে মাতেন সকলে। এই দিনটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে পালিত হয়। বাংলা বছরের প্রথম এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন সবার দোকানে দোকানে গণেশ পুজো হয়। নতুন হালখাতা শুরু উপলক্ষে এই দিন ব্যবসায়ীরা খদ্দেরদের মিষ্টি বিতরণ করেন। মিষ্টির পাশাপাশি নানান উপহারও দেন ব্যবসায়ীরা। এদিনে সিদ্ধি, বিঘ্ননাশকারী, অর্থ, জ্ঞানের দেবতা রূপে পূজিত হন গণেশ। মনে করা হয় এই দিন গণেশ পুজো করলে গণেশের আশির্বাদ পাওয়া যায়। এদিন গণেশ পুজো করলে গণেশের আশির্বাদে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে বলেও মনে করা হয়। এদিন ঘরে গণেশ মূর্তি স্থাপন করলে সংসারের অর্থিক সঙ্কটও কাটে। ঘরে সুখ এবং সমৃদ্ধি বজায় রাখতে এদিন করতে পারেন গণেশ পুজো।