Chhath Puja 2021: ঘরে সুখ-সমৃদ্ধি আনতে জেনে নিন ছট পুজোর শুভ সময় কখন

দীপাবলি (Diwali) শেষ হতেই শুরু ছট পুজোর প্রস্তুতি। কার্তিক শুক্লা চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত, চারদিন ধরে চলে ছট পুজো। ছট পুজো (Chhath Puja) বছরে দু'বার হয়। একবার চৈত্র মাসে এবং আর একবার হয় কার্তিক মাসে। পুরাণ অনুসারে, ছট পুজো হল সূর্য পত্নী ছটি মাইয়ার পুজো। এই ছট মাতাকে ঊষাও বলা হয়। এখন অনেক ঘাটেই সূর্য ও ঊষার মন্দির থাকে। অনেকেই ছট পুজোর দিন সেই মন্দিরে পুজো করে থাকেন। পঞ্জিকা মতে, এবার ১০ নভেম্বর ছটপুজো। ছটপুজোয় ৩৬ ঘন্টা কঠোর ব্রত পালন করতে হয়। সুখ-সমৃদ্ধির জন্য অনেকেই ছট পুজো করেন। চলতি বছরে ৯ নভেম্বর উদযাপিত হবে খরনা, তারপরে ছট পুজো। ছট পুজোর বিশেষ কিছু রীতি রয়েছে। ছট পুজো শুরুর দিন বাড়ি পরিষ্কার করতে হয়। সেদিন সকলে নিরামিষ খান সকলে। এর ঠিক পরেরদিন করতে হয় উপোস। নির্জলা উপোস করে সন্ধ্যায় ক্ষীর ভোগ খেয়ে উপবাস ভাঙেন। তৃতীয় দিন গঙ্গা বা নদীতে সূর্যদেবের পুজো করেন। সেদিনই পুজোর সমাপ্তি হয়। এই পুজোয় প্রসাদ হিসাবে ঠেকুয়া বিতরণের বিশেষ রীতি আছে। 

/ Updated: Nov 09 2021, 12:05 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দীপাবলি (Diwali) শেষ হতেই শুরু ছট পুজোর প্রস্তুতি। কার্তিক শুক্লা চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত, চারদিন ধরে চলে ছট পুজো। ছট পুজো (Chhath Puja) বছরে দু'বার হয়। একবার চৈত্র মাসে এবং আর একবার হয় কার্তিক মাসে। পুরাণ অনুসারে, ছট পুজো হল সূর্য পত্নী ছটি মাইয়ার পুজো। এই ছট মাতাকে ঊষাও বলা হয়। এখন অনেক ঘাটেই সূর্য ও ঊষার মন্দির থাকে। অনেকেই ছট পুজোর দিন সেই মন্দিরে পুজো করে থাকেন। পঞ্জিকা মতে, এবার ১০ নভেম্বর ছটপুজো। ছটপুজোয় ৩৬ ঘন্টা কঠোর ব্রত পালন করতে হয়। সুখ-সমৃদ্ধির জন্য অনেকেই ছট পুজো করেন। চলতি বছরে ৯ নভেম্বর উদযাপিত হবে খরনা, তারপরে ছট পুজো। ছট পুজোর বিশেষ কিছু রীতি রয়েছে। ছট পুজো শুরুর দিন বাড়ি পরিষ্কার করতে হয়। সেদিন সকলে নিরামিষ খান সকলে। এর ঠিক পরেরদিন করতে হয় উপোস। নির্জলা উপোস করে সন্ধ্যায় ক্ষীর ভোগ খেয়ে উপবাস ভাঙেন। তৃতীয় দিন গঙ্গা বা নদীতে সূর্যদেবের পুজো করেন। সেদিনই পুজোর সমাপ্তি হয়। এই পুজোয় প্রসাদ হিসাবে ঠেকুয়া বিতরণের বিশেষ রীতি আছে।