আসছে নববর্ষ, সারা বছর ভালো কাটাতে নতুন বছরের শুরুতে অবশ্যই করুন এই কাজ

সামনেই নববর্ষ, নতুন বছরের প্রথম দিন কী করলে সারা বছর আপনার ভালো কাটবে তা জানা অত্যন্ত প্রয়োজনীয়। নতুন বছরের প্রথম দিন বেশ কিছু কাজ করলে সারা বছর ভালো কাটতে পারে। 

/ Updated: Apr 07 2022, 06:04 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সামনেই নববর্ষ, নতুন বছরের প্রথম দিন কী করলে সারা বছর আপনার ভালো কাটবে তা জানা অত্যন্ত প্রয়োজনীয়। নতুন বছরের প্রথম দিন বেশ কিছু কাজ করলে সারা বছর ভালো কাটতে পারে। বছরের প্রথম মাসে বাসি খাবার খেতে নেই। এতে দারিদ্র্যতা হয় সেই সঙ্গেই এতে খারাপ হয় স্বাস্থ্যও। মাংস ও মদ থেকে এই একটা মাস দূরে থাকুন। যতটা বেশি পারেন নিরামিষ আহার করুন। রাতে তাড়াতাড়ি শুয়ে সকালে তাড়াতাড়ি উঠুন। রোজ সকালে উঠে ৪-৫টি নিম পাতা খান। এটা স্বাস্থ্যের জন্যও উপকারি। এপ্রিল মাসে ফল বেশি করে খান, সবজি খাওয়া কমিয়ে দিন। ছোলা স্বাস্থ্যের জন্য উপকারি, প্রথম মাসে ছোলা বেশি করে খান, বেশি করে জল খান, শরীর হাইড্রেট থাকবে। এপ্রিল মাসে ভুলেও কালো বা নীল রঙের পোশাক পরবেন না। এই এক মাস এই রঙের পোশাক না পরাই ভালো। এই একটা মাস চামড়ার জুতো বা পার্স ব্যবহার থেকে বিরত থাকুন। রোজ সকালে ভগবান সূর্যের আরাধনা করুন। গোটা মাস সূর্যকে জল অর্পণ করুন, এতে আপনার রাগ কমবে। এই এক মাস মা লক্ষ্মীকে লাল গোলাপ বা গোলাপ জল দিয়ে প্রতিদিন পুজো করুন, সারা বছর আপনার অর্থ ও সৌভাগ্য আসবে।