স্বার্থপর স্বভাবের হন এরা, বন্ধুদের সাহায্য করেন না এই রাশির ছেলে মেয়েরা
শাস্ত্র মতে, প্রতিটি রাশির গ্রহ আলাদা। সে কারণে সকলের চরিত্রে এমন তফাত। তফাত আছে ব্যক্তির মানসিকতাতেও। আজ রইল তিন রাশির কথা। এরা বন্ধুদের সাহায্য করতে চান না।
কুম্ভ রাশি
রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। এই রাশির ছেলে মেয়েরা স্বার্থপর হয়। এরা বন্ধুদের মোটেও সাহায্য করে না। এই রাশির ছেলে মেয়েরা সব সময় নিজেদের কথা ভাবেন। এরা কারও সঙ্গে ঝামেলায় জড়ান না। এরা শান্ত স্বভাবের হন। তবে, কাউকে সাহায্য করতে চান না। বিপদের সময় ভুলেও বন্ধুদের সাহায্য করেন না এই রাশির ছেলে মেয়ে।
কর্কট রাশি
রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এই রাশির ছেলে মেয়েরাও একই রকম। এরা চট করে কারও ফোন ধরেন না। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে চান। এরা বন্ধুদের সঙ্গেও তেমন মেলামেশা করেন না। বন্ধুদের গ্রুপের থেকে দূরে থাকেন এরা। খরচ করতে চান না এই রাশির ছেলে মেয়েরা। এরা সব সময় নিজের কথা ভাবেন। স্বার্থপর স্বাভাবের হন এই কর্কট রাশির ছেলে মেয়েরা। চিনে রাখুন এই রাশিকে।
বৃশ্চিক রাশি
রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন। এরা বন্ধুদের থেকে দূরে থাকেন। কারও সঙ্গে যোগাযোগ রাখতে চান না। বন্ধুদের সাহায্য করেন না। সব সময় নিজের কথা ভাবেন। কেউ সঙ্কটে পড়লে তাকে সাহায্য করার বদলে দূরে চলে যান। ভুলেও বন্ধুদের সাহায্য করেন না এই রাশির ছেলে মেয়েরা। এরা অন্যকে বিপদে দেখে খুশি হন। অশান্তি উপভোগ করেন এরা। এরা কারও বিপদে দেখলে গা বাঁচিয়ে চলেন। চিনে রাখুন এদের।