জীবনের সব সমস্যা দূর করুন, মাথায় রাখুন ৫ টোটকা

সব মানুষের জীবনেই সমস্যা। অনেকের জীবনেই সমস্যা যেন পিছু ছাড়েনা। কিছু ঘরোয়া টোটকা রয়েছে, যা জীবনের সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আপনার বাড়িতে কি রুপো বা তামার পাত্র আছে? তবে সম্ভব হলে এই পাত্রে প্রতিদিন জল পান করুন।
 

/ Updated: Mar 28 2022, 08:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সব মানুষের জীবনেই সমস্যা। অনেকের জীবনেই সমস্যা যেন পিছু ছাড়েনা। কিছু ঘরোয়া টোটকা রয়েছে, যা জীবনের সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আপনার বাড়িতে কি রুপো বা তামার পাত্র আছে? তবে সম্ভব হলে এই পাত্রে প্রতিদিন জল পান করুন। রাতে ঘুমতে যাওয়ার আগে একটি জলপূর্ণ গ্লাসে এক টুকরো রূপো দিন, সারা রাত এই গ্লাস রেখে দিন। পরের দিন সকালে মুখ-হাত ধুয়ে রুপো ভেজানো জলটি পান করুন, পরিবারের অন্যান্য সদস্যরাও এই জল পান করতে পারেন। একটি নারকেল বাড়ির সব সদস্যদের মাথার উপর দিয়ে ২১ বার ঘুরিয়ে নিয়ে তা জলে ভাসিয়ে দিন, প্রবাহিত জলেই ভাসাবেন নারকেল। প্রতিদিন কপালে চন্দন বা কেশর রঙের তিলক লাগাতে পারেন। সেই সঙ্গেই কোনও মন্দিরের পুরোহিতকে হলুদ রঙের বস্ত্র দিতে পারেন। সাফাইকর্মী অর্থাৎ যারা রাস্তাঘাট পরিষ্কার করেন তাঁদের কিছু দান করুন। নোট নয় ধাতুমুদ্রা দান করুন, ভালো ফল পাবেন।