সরস্বতী পুজোয় ভুলেও করবেন না এই কাজ গুলি, এতে রুষ্ট হন বাগদেবী


সরস্বতী পুজোয় সাদা কিংবা হলুদ বস্ত্র পরা শুভ বলে মানা হয়। এই দিনে ভুলেও কালো রঙের কোনও পোশাক পরবেন না। সরস্বতী পুজোর দিন হাত-পায়ের নখ ভুল করেও কাটতে নেই। এই দিনে চুলও না কাটাই ভাল। এই দিনে গাছ কোনও গাছ কাটা উচিত না। 

/ Updated: Feb 05 2022, 01:59 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সরস্বতী পুজোয় সাদা কিংবা হলুদ বস্ত্র পরা শুভ বলে মানা হয়। এই দিনে ভুলেও কালো রঙের কোনও পোশাক পরবেন না। সরস্বতী পুজোর দিন হাত-পায়ের নখ ভুল করেও কাটতে নেই। এই দিনে চুলও না কাটাই ভাল। এই দিনে গাছ কোনও গাছ কাটা উচিত না। শাস্ত্রমতে, এদিন গাছেরাও আনন্দে মেতে থাকে। সরস্বতী পুজোর দিন  ভুল করেও সেলাইয়ের কোনও কাজ করবেন না, এদিন কাউকে খারাপ কথা বলবেন না। মাঘ মাসের এই শুক্লা পঞ্চমী তিথিতে বাড়িতে গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাগদেবীর এই পুজোর দিনে  নিজের রাগ সংবরণ করার চেষ্টা করুন, অযথা কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না। বাগদেবীর পুজোর দিন স্নান করে তারপর অঞ্জলি দেওয়াটাই উচিত, পরিস্কার কাপড় পরেই পুজোর কাজ করা ভালো।