Asianet News BanglaAsianet News Bangla

টলিউডের ৫ খবর, যা এখন ভাইরাল নেট দুনিয়ায়

  • একদিকে ছেলে কেশবকে গান শোনাচ্ছেন মধুবনী
  • অন্যদিকে ভালোবাসার গানে রূপের জাদু ছড়াচ্ছেন মধুমিতা
  • ছোট্ট আমাইরার সঙ্গে খুনসুটিতে মজেছেন রুক্মিণী
  • স্ত্রী তৃণার সঙ্গে কাটানো কিছু মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন নীলের
  • এক নজরে দেখে নিন আজকের ভাইরাল বিনোদন
May 31, 2021, 6:05 PM IST

ছেলে কেশবকে গান শোনাচ্ছেন মধুবনী। এমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। মায়ের গান শুনতে নাকি কেশব খুবই ভালোবাসে। ভিডিও পোস্ট করে এমনটাই জানিয়েছেন মধুবনী। অন্যদিকে ভালোবাসার গানে রূপের জাদু ছড়াচ্ছেন মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা ভিডিও নজর কেড়েছে দর্শকদের। এবার আসা যাক রুক্মিণীর কথায়। ছোট্ট আমাইরার সঙ্গে খুনসুটিতে মজেছেন অভিনেত্রী। অন্যদিকে গানের তালে অঙ্গভঙ্গি করতে ব্যস্ত টলি অভিনেত্রী ঐশ্বর্য। ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল তাঁর এই ভিডিও। এবার দেখে নেওয়া যাক নতুন কী ভিডিও পোস্ট করলেন নীল। স্ত্রী তৃণার সঙ্গে কাটানো কিছু মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন নীল।