বাংলাদেশে ৫ জাতীয় পুরষ্কার, কলকাতায় মুক্তি পেল ঋতুপর্ণার নতুন ছবি
- দুই বাংলার মেলবন্ধনে মুক্তি পেল 'একটি সিনেমার গল্প'
- ছবিটি ইতিমধ্য়েই বাংলাদেশে ৫টি জাতীয় পুরষ্কার জিতেছে
- ছবিতে মুখ্য় ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত
- গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বাংলাদেশের আলমগীর
সম্প্রতি দুই বাংলার মেলবন্ধনে মুক্তি পেল বাংলা ছবি 'একটি সিনেমার গল্প'। ছবিতে মুখ্য় ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 'একটি সিনেমার গল্প' ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন, আলমগীর হোসেন। এ ছবির প্রিমিয়ারে তাই মন খুললেন ঋতুপর্ণা ও আলমগীর, আমাদের সংবাদমাধ্য়মের কাছে। 'একটি সিনেমার গল্প' ছবিটি ইতিমধ্য়েই বাংলাদেশে, আর্ট ডিরেকশন, মিউজিক, লিরিক সহ বিভিন্ন বিভাগে ৫টি জাতীয় পুরষ্কার জিতে নিয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন, 'একটি সিনেমার গল্প' -এ কমার্শিয়াল বাংলা ছবির সেই সব আবেগঘন মুহূর্ত আছে, যা দর্শককে কাছে টানবে। তিনি আরও জানালেন, ছবিটি ইতিমধ্য়েই বাংলাদেশে সফলতা লাভ করেছে। তাই এ শহরেও সবার মন ছোঁবে। আলমগীর জানালেন, মানব জীবনের সব দিক গুলিই এই ছবিতে আছে। তাই অনুভূতির সব দিক গুলিই পূরণ করবে 'একটি সিনেমার গল্প'। এই ছবির আরও একটি অন্য়তম আকর্ষন হল মিউজিক। যেখানে প্রাণ প্রতিষ্ঠা করেছেন, বিশিষ্ট শিল্পি রুণা লায়লা। তাই মন ভরে যাওয়া সুরে আর আলমগীরের ফ্রেমে ঋতুপর্ণা আবার দুই বাংলারই মন জয় করলেন।