Asianet News BanglaAsianet News Bangla

গরীবের 'মসিহা' সনু সুদ, জন্মদিনে তাঁর বাড়ির সামনে ভিড় জমালেন তাঁর ভক্তরা

গরীবের 'মসিহা' সনু সুদ। করোনা পরিস্থিতিতে বারবার মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। ৩০ জুলাই জন্মদিন সনু সুদ -এর। তাঁর জন্মদিনে উপচে পড়া ভিড় দেখা গেল তাঁর বাড়ির সামনে। তাঁকে শুভেচ্ছা জানাতে ভক্তদের ভিড় দেখা গেল সেখানে। কেউ কেক নিয়ে কেউ উপহার নিয়ে গেলেন তাঁর জন্য। তাঁর ছবি এঁকেও উপহার দিলেন তাঁর ভক্তরা।

Jul 30, 2021, 10:00 PM IST

গরীবের 'মসিহা' সনু সুদ। করোনা পরিস্থিতিতে বারবার মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। ৩০ জুলাই জন্মদিন সনু সুদ -এর। তাঁর জন্মদিনে উপচে পড়া ভিড় দেখা গেল তাঁর বাড়ির সামনে। তাঁকে শুভেচ্ছা জানাতে ভক্তদের ভিড় দেখা গেল সেখানে। কেউ কেক নিয়ে কেউ উপহার নিয়ে গেলেন তাঁর জন্য। তাঁর ছবি এঁকেও উপহার দিলেন তাঁর ভক্তরা।