'রানি দেব কুওঁয়ারির চরিত্র ফুঁটিয়ে তুলতে দীর্ঘ গবেষণা করতে হয়েছিল', মুখোমুখি সাক্ষাৎকারে রানি দেব কুওঁয়ারি

মুখোমুখি অভিনেত্রী বৈভবী সাণ্ডিলিয়াঁ। ছত্রসাল ওয়েব সিরিজের লিড অ্যাকট্রেস তিনি। এই প্রথম কোনও পূর্ণাঙ্গ হিন্দি ভেঞ্চারে কাজ করছেন। ছাত্রসাল বুন্দেলখণ্ডের রাজা ছাত্রসালের জীবনি নিয়ে তৈরি। ছাত্রসালের রানি দেব কুওঁয়ারি ভূমিকায় অভিনয় করছেন তিনি। রানি দেব কুওঁয়ারি সাহসীকতা ও বিদূষীয়ানার জন্য পরিচিত ছিলেন। রাজ্যের জন্য তাঁর স্বার্থত্যাগের কথা সেভাবে কখনও লোকমুখে আসেনি। রানি দেব কুওঁয়ারির চরিত্র ফুঁটিয়ে তুলতে দীর্ঘ গবেষণা করেন বৈভবী। মুম্বইয়ের মেয়ে হলেও বৈভবী দক্ষিণের ছবিতে পরিচিত মুখ। মারাঠী ও হিন্দি-একটি দ্বিভাষী ছবিতে অভিনয় করেছেন আগে। মারাঠী ও হিন্দি এই ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বচপ্ন দেখতেন বৈভবী। পড়াশোনা না শেষ হওয়া পর্যন্ত পুরো মনোনিবেশ করতে পারেননি। এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন বৈভবী স্যাণ্ডিলিয়াঁ। রানি দেব কুওঁয়ারির চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিতও হচ্ছে।

/ Updated: Aug 02 2021, 08:24 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মুখোমুখি অভিনেত্রী বৈভবী সাণ্ডিলিয়াঁ। ছত্রসাল ওয়েব সিরিজের লিড অ্যাকট্রেস তিনি। এই প্রথম কোনও পূর্ণাঙ্গ হিন্দি ভেঞ্চারে কাজ করছেন। ছাত্রসাল বুন্দেলখণ্ডের রাজা ছাত্রসালের জীবনি নিয়ে তৈরি। ছাত্রসালের রানি দেব কুওঁয়ারি ভূমিকায় অভিনয় করছেন তিনি। রানি দেব কুওঁয়ারি সাহসীকতা ও বিদূষীয়ানার জন্য পরিচিত ছিলেন। রাজ্যের জন্য তাঁর স্বার্থত্যাগের কথা সেভাবে কখনও লোকমুখে আসেনি। রানি দেব কুওঁয়ারির চরিত্র ফুঁটিয়ে তুলতে দীর্ঘ গবেষণা করেন বৈভবী। মুম্বইয়ের মেয়ে হলেও বৈভবী দক্ষিণের ছবিতে পরিচিত মুখ। মারাঠী ও হিন্দি-একটি দ্বিভাষী ছবিতে অভিনয় করেছেন আগে। মারাঠী ও হিন্দি এই ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বচপ্ন দেখতেন বৈভবী। পড়াশোনা না শেষ হওয়া পর্যন্ত পুরো মনোনিবেশ করতে পারেননি। এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন বৈভবী স্যাণ্ডিলিয়াঁ। রানি দেব কুওঁয়ারির চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিতও হচ্ছে।