Asianet News BanglaAsianet News Bangla

Katrina-Vicky Wedding : ভিকি-ক্যাটের বিয়ে, নিমন্ত্রিতদের তালিকায় চাঁদের হাট

Dec 7, 2021, 6:56 PM IST
  • facebook-logo
  • twitter-logo
  • whatsapp-logo

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। ৬ই ডিসেম্বর পরিবারের সঙ্গে জয়পুরে পৌঁছেছেন ভিকি-ক্যাটরিনা। ভিকি-ক্যাটের বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় চাঁদের হাট। ১২০ জনের নিমন্ত্রিতদের তালিকা ইতিমধ্যেই জানা গিয়েছে। নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন করণ জোহর, ফারাহ খান, নিত্য মেহরা, ডাঃ জুয়েল গামাদিয়া (ক্যাটরিনার হোলিস্টিক চিকিৎসক), ইয়াসমিন করাচিওয়ালা (তার প্রশিক্ষক), অমিত ঠাকুর (হেয়ার স্টাইলিস্ট), ড্যানিয়েল বাউয়ার (মেকআপ শিল্পী), অঙ্গদ বেদি, নেহা ধুপিয়া, সানি কৌশলের বান্ধবী শর্বরী ওয়াঘ, কবির খান, মিনি মাথুর এবং অঙ্গিরা ধর। এদিকে, অক্ষয় কুমার, শাহরুখ খান, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, রোহিত শেঠি, হৃতিক রোশন এবং আলি আব্বাস জাফরও বিয়েতে উপস্থিত থাকতে পারেন। তবে তাদের উপস্থিতি এখনো নিশ্চিত করা হয়নি। ইতিমধ্যেই জয়পুরের পথে দেখা গিয়েছে একাধিক তারকাদের। এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হয়েছেন রবীনা টন্ডন, গুরুদাস মান এবং তাঁর পরিবার, নেহা ধুপিয়া- অঙ্গদ বেদি, জয়পুরের পথে কবির খান এবং তাঁর পরিবার, এয়ারপোর্টে ক্যামেরাবন্দি উর্বশী রাউটেলা, এমনকি দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফের হেয়ার স্টাইলিস্ট আমির ঠাকুর এবং মেকআপ আর্টিস্ট ডেনিয়াল বায়ুরকেও। সলমন খানও নাকি থাকতে পারেন তাঁদের বিয়েতে এমনটাই এখন শোনা যাচ্ছে। হাইভোল্টেজ ও হাই প্রোফাইল এই বিয়ে ঘিরে এখন সাজো সাজো রব রাজস্থানের ৭০০ বছরের পুরোনো রাজকীয় দুর্গ সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা-তে। ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। এই ফোর্টে মোট ৪৮ টি গেস্ট স্যুট রয়েছে। 

Video Top Stories