শিশু শ্রম বন্ধই লক্ষ্য, শিশুদের ছেলেবেলা সুন্দর করে সাজাতে চলচ্চিত্রে বিশেষ বার্তা সুভাষ ঘাই -এর
- পয়সার অভাবে অনেককেই দেখা যায় ছোটা বেলা থেকে কাজ করতে
- এই কাজের চাপেই হারিয়ে যায় তাদের শৈশব
- পড়াশোনাও হয়ে ওঠেনা তাদের
- সেই সমস্ত বাচ্চাদের জন্যই এবার বিশেষ উদ্যোগ সুভাষ ঘাই -এর
ভারতীয় ছবিতে এক উজ্জ্বল নাম পরিচালক প্রযোজক সুভাষ ঘাই। মানুষকে বহু ভালো ছবি উপহার দিয়েছেন তিনি। ইদানিং নিজের ফিল্ম বিদ্যালয়ে বহু শিল্পীকে তৈরি করার কাজে ব্যাস্ত তিনি। তাঁর সব ছবি মশলা ফিল্ম হওয়া সত্ত্বেও একটা সামাজিক বার্তাও থেকে এসেছে তাতে। এবার শিশুশ্রম বিরোধী দিবসে তেমনই একটি ছোট ছবি তৈরি করে শিশুশ্রম বন্ধ করার বার্তা দিচ্ছেন তিনি। ছোটদের যেন তাদের শৈশব উপভোগ করতে দেওয়া হয় তাদের থেকে যেন সেটা কেড়ে না নেওয়া হয় এই ছবিটিতে এমনটাই বার্তা দিয়েছেন তিনি।