Asianet News Bangla

প্রকাশ্যে স্বামী রোহনপ্রীতকে বেধড়ক মার নেহা -র, ভিডিও ভাইরাল

Jun 21, 2021, 9:34 AM IST

বিয়ের পর থেকেই এখন তাঁরা লাইমলাইটে রয়েছেন তা বলাই যায়। তাঁদের ভিডিও বারবারই নজর কেড়েছে নেটিজেনদের। এবার তাদেরই আরও একটি ভিডিও এখন রীতিমত ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এক দিকে রোহনপ্রীত মারছেন নেহাকে। অন্যদিকে নেহাও মারতে উদ্দত হয়েছে স্বামীকে। দু'জনের মধ্যে রীতিমত চুলোচুলি হচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। তবে দু'জনেই খুনসুটি করছেন তা তাঁদের দেখে বেশ বোঝা যাচ্ছে।