ডাইনি অপবাদে মহিলার উপর ওঝার অত্য়াচার, কালনায় ঝাড়ফুঁকে অসুস্থ মহিলা হাসপাতালে ভর্তি
- বাংলার বুকে কুংস্কারের হানা
- ওঝার অত্য়াচারে অসুস্থ মহিলা
- ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য়
- উদ্ধার করা হয়েছে নির্যাতিতাকে
করোনা আবহের মধ্য়েও কুসংস্কারের ছায়া। পূর্ব বর্ধমানের কালনায় ডাইনি অপবাদে এক মহিলার উপর চলল অকথ্য় অত্য়াচার। দীর্ঘক্ষণ ধরে ওঝার ঝাড়ফুঁকের জেরে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। পরে খবর পেয়ে কালনা থানার পুলিশ পৌঁছে মহিলা উদ্ধার করে। ঝাড়ফুঁকের কারণে শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তাঁর উপর মানসিক অত্য়াচার চালানো হয় বলেও অভিযোগ। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্য়কর এই ঘটনা ঘটেছে কালনার কবিলপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কয়েক দিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিলেন ওই মহিলা। তারপর থেকেই তাঁকে ডাইনি অপবাদ দিতে শুরু করে গ্রামের মোড়লরা। ওই মহিলার মধ্য়ে ডাইনি রয়েছে বলে অপবাদ তুলে ওঝা ডেকে ঝাড়ফুঁকের বন্দোবস্ত করা হয়। রীতিমত গ্রামের মধ্য়ে একজোট হয়ে মহিলাকে ঘিরে ঝাঁড়ফুঁক চলে। দীর্ঘক্ষণ ধরে ঝাড়ফুঁক করে ওই মহিলার উপর ওঝা অত্য়াচার চালায় বলে অভিযোগ। ওঝার লাগামছাড়া অত্য়াচারের জেরে অসুস্থ হন তিনি। এরপরই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। করোনা আবহের মধ্য়ে এই চাঞ্চল্য়কর খবর পায় কালনা থানার। কবিলপাড়ায় ওই গ্রামে পৌঁছে ওঝার কবল থেকে মহিলা উদ্ধার করা হয়। ঝাড়ফুঁকের জেরে অসুস্থ হওয়ায় ওই মহিলাকে স্থানীয় ভর্তি করে পুলিশ।