ঘরে বসেই শুরু করুন এই ৫ ব্যবসা, প্রয়োজন নেই কোনও পুঁজির

  • ঘরে বসে কিছু করার ইচ্ছা থাকে অনেকেরই
  • সেক্ষেত্রে বাজেটও থাকে খুব কম 
  • এবার তাহলে ঘরে বসেই শুরু করুন নিজের ব্যবসা
  • যাতে প্রয়োজন নেই কোনও পুঁজির

/ Updated: Jul 05 2021, 09:13 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা কালে কাজ হারিয়েছেন অনেকেই। যার জেরে অর্থিক সমস্যায় পড়তে হয়েছে বহু মানুষকে। তবে যদি আপনার মনের জোর আর ইচ্ছা থাকে তবে ঘরে বসেই শুরু করতে পারেন ব্যবসা। থাকল ব্যবসার আইডিয়া যাতে প্রয়োজন হবে না কোনও পুঁজিরও। আপনি কুকুর পছন্দ করেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। কুকুরের প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়েই ঘরে বসেই শুরু করতে পারেন এই ব্যবসা। প্রাইভেট টিউটর বা গৃহশিক্ষকতা করে এখন অনেকেই প্রচুর পরিমাণ আয় করেন। পড়াশোনা করতে যদি আপনার ভালোলাগে তবে ঘরে বসেই আপনি পড়ানো শুরু করতে পারেন। ব্লগার কথাটার সঙ্গে এখন অনেকেই পরিচিত। এই ব্লগিং থেকেও প্রচুর পরিমণ অর্থ উপার্জন করা সম্ভব। তবে সেক্ষেত্রে আপনার লেখায় দক্ষতা থাকাটা বেশ প্রয়োজন। যদি আপনি বাচ্চাদের দেখাশোনার কাজ করেন তবে তা থেকেও আপনি ঘরে বসেই উপর্জন করতে পারবেন। যার জন্য আপনার নিজের অর্থ ব্যায়ের কোনও প্রয়োজন নেই। ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেকেই অনেক কিছু বানাতে পছন্দ করেন। আর সেই জিনিস বিক্রি করেই আপনি আয়ও করতে পারেন।