ছাত্র মৃত্য়ু ঘিরে রণক্ষেত্র কোচবিহার, আইসি-কে ঘিরে ধরে মার, দেখুন ভিডিও
- কোচবিহারের চকচকা এলাকায় উত্তেজনা
- চিকিৎসায় গাফিলতিতে ছাত্র মৃত্য়ুর অভিযোগ
- বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর
- ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশকে আক্রমণ
ছাত্র মৃত্য়ুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের চকচকা এলাকা। চিকিৎসায় গাফিলতিতে ছাত্রের মৃত্যু হয়েছে, এই অভিযোগকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। ছাত্রদের পথ অবরোধল তুলতে গিয়ে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। তারই পাল্টা হিসেবে একটি বেসরকারি হাসপাতালে তাণ্ডব চালায় পড়ুয়ারা। তাদের সঙ্গে যোগ দেন মৃতের আত্মীয়রাও। ভাঙচুর করা হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্স সহ অন্তত দশটি গাড়িতে। কোতোয়ালি থানার আইসি- সৌম্যজিৎ রায়কেও ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশও।
স্থানীয় সূত্রে খবর, চকচকা উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ঠাত্র পার্থ ভৌমিক দিন দশেক আগে পথ দুর্ঘটনায় আহত হয়। তাকে কোচবিহারের চকচকার ওই বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়। এ দিন সকালেই সেখানেই মৃত্য়ু হয় তার। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালের সামনে পথ অবরোধ শুরু করে মৃতের সহপাঠীরা। এর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।