রেমডেসিভির -এ মিশছে গ্লুকোজ, উদ্ধার ২ কোটিরও বেশি নকল রেমডেসিভির

  • করোনা নিয়ে এখন মানুষের প্রায় পাগল প্রায় দশা
  • যত সময় যাচ্ছে ততই চিন্তা বাড়াচ্ছে করোনা
  • এই অবস্থায় রেমডেসিভির -এর খোঁজ চলছে সর্বত্র
  • বাজারে এখন দেদার বিকছে তারই নকল
  • করোনার ক্ষেত্রে এটা নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে
     
/ Updated: May 03 2021, 11:51 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা নিয়ে এখন মানুষের প্রায় পাগল প্রায় দশা। যত সময় যাচ্ছে ততই চিন্তা বাড়াচ্ছে করোনা। এই অবস্থায় রেমডেসিভির -এর খোঁজ চলছে সর্বত্র। করোনা চিকিৎসার ক্ষেত্রে -এর বিশেষ গুরুত্ব রয়েছে। বাজার তৈরি হচ্ছে এখন তারই নকল। গুজরাটে এমনই জাল চক্র চলছিল। সেখান থেকে ২ কোটি ৭৩ লক্ষ ৭০ হাজার নকল রেমডেসিভির উদ্ধার হয়েছে।  করোনা আবহে এই ঘটনা নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।