করোনার কথা ভেবে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হচ্ছে ৫০ বেডের সেফ হোম
- করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে
- প্রতিদিন প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
- যার জেরে এখন চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে
- এই করোনার কথা ভেবেই হাওড়ায় তৈরি হচ্ছে সেফ হোম
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। প্রতিদিন প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার জেরে এখন চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। সংক্রমণের হার এভাবেই চলতে থাকলে আগামী দিনে বড়োসড়ো সমস্যায় পড়তে চলেছে রাজ্যবাসী। সেই কথা মাথায় রেখেই ডুমুরজলা ইনডোর স্টেডিয়াম কে সেফ হোম করার সিদ্ধান্ত নেয়েছে হাওড়া জেলা স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেফ হোম তৈরির কাজও। আপাতত পঞ্চাশটি শয্যার ব্যবস্থা করা হচ্ছে সেখানে। প্রয়োজন হলে আরও শয্যা বাড়ানোর চিন্তা ভাবনাও রয়েছে স্বাস্থ্য আধিকারিদের।