করোনা আবহে চলছে আংশিক লকডাউন, ইদের বাজারে মাথায় হাত ব্যবসায়ীদের

  • করোনা আবহে শুরু হয়েছে আংশিক লকডাউন
  • লকডাউনের জেরে অধিকংশ সময়েই বন্ধ থাকছে দোকান
  • ইদের সময় তাই ব্যবসার ক্ষতি হচ্ছে, মাথায় হাত পড়েছে ব্যবসাদারদের
  • ইদের বাজার মন্দা, দেখা মিলছে না খদ্দেরের
  • দোকান-বাজার খোলার সময় কিছুটা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা
     

/ Updated: May 13 2021, 05:49 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনার প্রকোপ এবার ইদের বাজারেও। আংশিক লকডাউনের জেরে দিনের বেশীরভাগ সময়ই বন্ধ থাকছে দোকান-পাট।  করোনা সংক্রমণের আশঙ্কায় রাস্তায় বের হচ্ছেন না সাধারণ মানুষও। ফলে উৎসবের মরশুমে ব্যাপক মন্দার মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সর্বত্র এমনই ছবি দেখা যাচ্ছে এখন। সেই একই ছবি দেখা গেল রায়গঞ্জেও। সেখানকার ব্যাবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। যার জেরে আর্থিক সঙ্কটে ভুগছেন অনেকেই। সেই কথা ভেবেই সব্যাবসায়ীদের পক্ষ থেকে উৎসবের মরশুমে দোকানপাট খোলার সময়সীমা বাড়ানোর দাবি জানানো হয়েছে।