Asianet News BanglaAsianet News Bangla

করোনা আবহে চলছে আংশিক লকডাউন, ইদের বাজারে মাথায় হাত ব্যবসায়ীদের

May 13, 2021, 5:49 PM IST

করোনার প্রকোপ এবার ইদের বাজারেও। আংশিক লকডাউনের জেরে দিনের বেশীরভাগ সময়ই বন্ধ থাকছে দোকান-পাট।  করোনা সংক্রমণের আশঙ্কায় রাস্তায় বের হচ্ছেন না সাধারণ মানুষও। ফলে উৎসবের মরশুমে ব্যাপক মন্দার মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সর্বত্র এমনই ছবি দেখা যাচ্ছে এখন। সেই একই ছবি দেখা গেল রায়গঞ্জেও। সেখানকার ব্যাবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। যার জেরে আর্থিক সঙ্কটে ভুগছেন অনেকেই। সেই কথা ভেবেই সব্যাবসায়ীদের পক্ষ থেকে উৎসবের মরশুমে দোকানপাট খোলার সময়সীমা বাড়ানোর দাবি জানানো হয়েছে। 

Video Top Stories