করোনা কালে কাজ হারিয়ে পেটের দায়ে বাড়ছে মাদকের নেশা এবং জুয়ার প্রতি আসক্তি
- করোনা কালে কাজ হারিয়েছেন অনেকেই
- পরিযায়ী শ্রমিকরা কাজের জন্য যেতে পারছেন না বাইরে
- বাড়িতে বসে থাকতে থাকতে হতাশা গ্রাস করছে তাঁদের
- হতাশা কাটাতে নেশাগ্রস্ত হয়ে পড়ছে অনেকেই
করোনা কালে কাজ হারিয়েছেন অনেকেই। পরিযায়ী শ্রমিকরা কাজের জন্য যেতে পারছেন না বাইরে। বাড়িতে বসে থাকতে থাকতে হতাশা গ্রাস করছে তাঁদের। হতাশা কাটাতে নেশাগ্রস্ত হয়ে পড়ছে অনেকেই। এমনকি জুয়া খেলায়ও ঝোঁক বাড়ছে তাঁদের। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া গ্রামে। এর জেরে পরিবেশও নষ্ট হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। তাঁদেরই আবার স্বাভাবিক জীবণে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়েছে। তাঁদের কর্মসংস্থানের কথা ভাবছে এখন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।