মাস্ক না পরার শাস্তি, গলায় ঝুলল মালা আর হাতে লাড্ডু

মাস্ক না পরার শাস্তি। গলায় মালা আর সঙ্গে লাড্ডু খাওয়ালেন তৃণমূল সভাপতি। এমনই ছবি দেখা গেল দেগঙ্গা কার্তিকপুরের টাকি রোডে। মানুষকে সচেতন করতেই এই অভিনব উদ্যোগ। এদিন মালা পরান তৃণমূল সভাপতি অরুপ বিশ্বাস। সেই সঙ্গেই মাস্কও পরিয়ে দেন তিনি। 

/ Updated: Jan 11 2022, 08:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ। তবুও হুঁশ ফিরছে না মানুষের। অধিকাংশ সময়েই অনেকের মুখেই দেখা যাচ্ছে না মাস্ক। এই মাস্ক না পরারই অভিনব শাস্তি পেল দেগঙ্গার মানুষ। সেখানে মাস্ক না পরলে পরিয়ে দেওয়া হচ্ছে ফুলের মালা, সেই সঙ্গেই খাওয়ানো হচ্ছে লাড্ডু, এমনই ছবি দেখা গেল দেগঙ্গা কার্তিকপুরে টাকি রোডে। গলায় মালা, হাতে লাড্ডু দিয়ে মুখে মাস্ক পরিয়ে অভিনব উপায়ে সাধারণ মানুষকে সচেতন করল দেগঙ্গা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুপ বিশ্বাস, আর গলায় মালা হাতে লাড্ডু নিয়ে মাস্কবিহীনরা  বললেন এটা সম্মানের ফুল নয় এ ফুল বড়ো লজ্জার।করোনা সচেতনতায় দেগঙ্গায় প্রশাসনের পক্ষ থেকে চলছে প্রচার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে চলছে ধরপাকড়।তারপর ও সাধারণ মানুষের হুশ ফিরছে না দেখে গলায় মালা, হাতে লাড্ডু দিয়ে মুখে মাস্ক পড়িয়ে সচেতন করলেন ব্লক সভাপতি।