করোনার কোপে রামপুরহাটে ব্যাহত চিকিৎসা পরিষেবা
করোনার কোপে রামপুরহাটে ব্যাহত চিকিৎসা পরিষেবা। সেখানে করোনা আক্রান্ত ১৭ জন চিকিৎসক। করোনায় আক্রান্ত সেখানকার ৫০ জনেরও বেশি নার্স। শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের এখন এমনই ছবি।
করোনা আক্রান্ত রামপুরহাটের ১৭ জন চিকিৎসক। সেখানে আক্রান্ত ৫০ জনের অধিক নার্সও। ফলে চিকিৎসা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে সেখানে। দিন দিন সেখানে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত রামপুরহাটের ১৭ জন চিকিৎসক আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া ৫০ জনের অধিক নার্সের আক্রান্তের খবর মিলেছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে বলেন, “চিকিৎসক, নার্স সহ শতাধিক স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁরা অধিকাংশই নিজ নিজ বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা আক্রান্ত হওয়ায় চিকিৎসা ব্যবস্থা বিঘ্নিত হতে শুরু করেছে”। জানা গিয়েছে, চিকিৎসকের অভাবে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ তিনদিন করে বন্ধ রাখা হচ্ছে। ফিল্ড কর্মীরা আক্রান্ত হওয়ায় সেখানেও চিকিৎসা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে এখনও পর্যন্ত ১৪ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিন ৫-৭ জন করে ভর্তি হচ্ছেন বলে জানান মুখ্যস্বাস্থ্য আধিকারিক শোভন দে। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের ১৫০ জন চিকিৎসকের মধ্যে আক্রান্ত ১৬ জন চিকিৎসক। ২০৬ জন নার্সের মধ্যে আক্রান্ত ৫৫ জন নার্সিং স্টাফ। এছাড়া ১৭ জন টেকনিশিয়ান এবং ২৫ জন চতুর্থ শ্রেণীর কর্মী আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।