করোনা আবহে দেশে অক্সিজেনের আকাল, অক্সিজেন সিলিন্ডারের বিকল্প হিসাবে ব্যবহার করুন অক্সিজেন কনসেনট্রেটর

  • করোনা আবহে দেশে এখন অক্সিজেনের আকাল 
  • প্রতিদিন অক্সিজেনের অভাবে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে 
  • এই সময় অক্সিজেনের বিকল্প খুঁজে চলেছে গোটা দেশ
  • অক্সিজেন কনসেনট্রেটর তেমনই এক বিকল্প
  • কি এই যন্ত্রের ব্যবহার, জেনে নিন

/ Updated: Apr 29 2021, 05:08 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা আবহে দেশে এখন অক্সিজেনের আকাল। প্রতিদিন অক্সিজেনের অভাবে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এই সময় অক্সিজেনের বিকল্প খুঁজে চলেছে গোটা দেশ। অক্সিজেন কনসেনট্রেটর তেমনই এক বিকল্প। এক দিনে ২৪ ঘন্টা অক্সিজেন সরবারহ করতে পারে এই যন্ত্র। পরিবাশ বা বাতাস থেকে ৯৩% অক্সিজেন সংগ্রহ করে কনসেনট্রেটর। আমেরিকা থেকে ভারতে প্রচুর পরিমাণ এই যন্ত্র পাঠানো হয়েছে। বিদ্যুতের মাধ্যমে চলে এই অক্সিজেন কনসেনট্রেটর। আইসিইউ -তে থাকা রোগীদের ক্ষেত্রে তবে এই যন্ত্র ব্যবহার করা যায় না। এই যন্ত্রে প্রয়োজন মত অক্সিজেনের মাত্রা বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। এতে একটি রেগুলেটর রয়েছে, তার মাধ্যমেই এমনটা করা যায়। এই যন্ত্র চালাতে গেলে জল প্রয়োজন হয়। জল কমে যাচ্ছে কি না সেই দিকেও তাই নজর রাখতে হয়। অক্সিজেন কনসেনট্রেটর কেনার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। অনলাইনে কিনতে পারবেন অক্সিজেন কনসেনট্রেটর। অনলাইনে এর দাম শুরু ৪৫ হাজার থেকে। তবে না কিনে চাইলে ভাড়াও করতে পারেন সেক্ষেত্রে খরচ হবে প্রায় ৩০০০।