Asianet News BanglaAsianet News Bangla

করোনায় মৃত্যু হয়েছে পরিবারের এক সদস্যর, ভয়ে বাড়ি ছেড়ে পালাল বাকি সদস্যরা

  • সাতগাছিয়া বিধানসভার বজবজের বাসিন্দা সঞ্জয় ভক্ত করোনা আক্রান্ত হন
  • করোনা আক্রান্ত হয়ে সেফ হোমে থাকতে শুরু করেন তিনি
  • সোমবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর
  • তাঁর মৃত্যু খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় তাঁর পরিবারের সদস্যরা
May 12, 2021, 5:27 PM IST

সাতগাছিয়া বিধানসভার বজবজের বাসিন্দা সঞ্জয় ভক্ত করোনা আক্রান্ত হন। করোনা আক্রান্ত হয়ে সেফ হোমে থাকতে শুরু করেন তিনি। সোমবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যু খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় তাঁর পরিবারের সদস্যরা। তাঁকে দাহ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় সেফহোম কর্তৃপক্ষকে। প্রায় ৪৮ ঘন্টা সেফ হোমের পড়ে থাকে তাঁর দেহ। পরে তাঁর দুই বন্ধু মিলে মৃত করোনা রোগীর সৎকার করে।