স্কুল খোলার প্রথম দিনেই বিধি ভঙ্গের ছবি, একাধিক পড়ুয়ার মুখে দেখা গেল না মাস্ক
করোনা বিধি মেনে রাজ্যে খুলেছে স্কুল। স্কুল খোলার প্রথম দিনেই বিধি ভঙ্গের ছবি। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জ রামপুর ইন্দিরা বিদ্যাপীঠ স্কুলে। স্কুলের বেশিরভাগ পড়ুয়ার মুখেই এদিন দেখা গেল না মাস্ক। প্রধান শিক্ষক জানান যারা মাস্ক পরেনি তাদের মাস্ক দেবে স্কুল।
রাজ্য সরকার কোভিড বিধি মেনে স্কুল চালু করার কথা বললেও রায়গঞ্জ রামপুর ইন্দিরা বিদ্যাপীঠ স্কুলে বেশিরভাগ পড়ুয়ার মুখেই দেখা গেলনা মাস্ক। ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যাও ছিল অনেকটাই কম। ছাত্রছাত্রীরা মাস্ক পরে না আসার বিষয়ে কেউ জানিয়েছে মাস্ক আনতে ভূলে গিয়েছি, কেউবা এড়িয়ে গিয়েছে। যদিও স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, যারা মাস্ক পরে আসেনি তাদের জন্য মাস্ক দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। সরকারি নির্দেশ মতো বৃহস্পতিবার থেকে খুলে গেল রাজ্যের সমস্ত স্কুল কলেজ। কোভিড বিধি মেনে প্রতিটি ছাত্রছাত্রীকে মাস্ক পরে ও স্যানিটাইজার ব্যাবহার বাধ্যতামূলক করা হলেও রায়গঞ্জ ব্লকের রামপুর ইন্দিরা বিদ্যাপীঠ স্কুলের ছবিটা দেখা গেল একেবারে অন্যরকম। স্কুলে মোট ১৭০০ ছাত্রছাত্রী থাকলেও অষ্টম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত এদিন মাত্র তিনশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তবে এদিন অধিকাংশ পড়ুয়ার মুখেই দেখা গেলনা মাস্ক। এনিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার সিংহ জানিয়েছেন, স্কুল খোলার বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করা হয়েছে। আর যেসব ছাত্রছাত্রী মাস্ক আনেনি তাদের স্কুল থেকে মাস্ক দেওয়া হচ্ছে।