মুখ্যমন্ত্রীর কথা মতো ফলের ঝুড়ি নিয়ে কোভিড আক্রান্তদের বাড়িতে পৌঁছলেন রায়গঞ্জের বিধায়ক

করোনা আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথা মতো করোনা আক্রান্তের বাড়িতে পৌঁছল ফলের ঝুড়ি। উদ্যোগ নিয়ে নিজে সেই ফলের ঝুড়ি পৌঁছে দিলেন কৃষ্ণ কল্যানী। এদিন নিজে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যান তিনি।

/ Updated: Jan 12 2022, 07:28 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রায়গঞ্জ পুরসভা এলাকার কোভিড আক্রান্তদের বাড়িতে গিয়ে ফলের ঝুড়ি পৌঁছে দিয়ে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যানী। স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মতিথির দিন, বুধবার বিধায়ক কৃষ্ণ কল্যানী দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান কোভিড আক্রান্তদের বাড়ির দরজায়। কোভিড আক্রান্তদের বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের হাতে তুলে দেন ফলের ঝুড়ি।  বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি রায়গঞ্জের সাধারন মানুষ থেকে কোভিড আক্রান্তদের পরিবার। বুধবার স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মতিথি উপলক্ষ্যে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্যানী দলীয় কার্যালয়ে স্বামীজির ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় কোভিড আক্রান্তদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে তাঁদের বাড়িতে নিজে হাতে ফলের ঝুড়ি পৌঁছে দিলেন।