Asianet News BanglaAsianet News Bangla

করোনা টিকাকরণের বিশেষ এসবিআই উদ্যোগ অফিসার্স এসোসিয়েশনের

  • করোনা টিকাকরণের বিশেষ উদ্যোগ এসবিআই -এর
  • এসবিআই অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে এই ব্যবস্থা হয়েছিল
  • মোট ৫৬০ জনের টিকাকরণের ব্যবস্থা হয়েছিল সেখানে
  • তাদের এই উদ্যোগে উপকৃত হয়েছেন বহু মানুষ
Jun 8, 2021, 9:37 PM IST

এসবিআই অফিসার্স এসোসিয়েশন বেঙ্গল সার্কেল -এর কর্পোরেট মডিউল -এর উদ্যোগে মঙ্গলবার ৫৬০ জনের টিকাকরণ -এর আয়োজন হয়। সেখানে এসবিআই আধিকারিক, কর্মচারি এবং তাদের পরিবার সহ অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁদের পরিবারও অংশগ্রহণ করে। এছাড়াও ব্যাঙ্কের কাজের সঙ্গে সরাসরি যুক্ত ঠিকা কর্মী, ড্রাইভার এবং এর সঙ্গে রেড ভলান্টিয়ারদের সদস্যদেরও বিনামূল্যে টিকাকরণের ব্যাবস্থা করা হয় সেখানে। আগামী দিনেও তাঁরা আবারও এই ব্যবস্থা করবেন বলে জানা।

Video Top Stories