মানুষকে করোনার হাত থেকে বাঁচাতে কড়া পদক্ষেপ, মালবাজারে শুরু হল নাইট কার্ফু
- প্রতিদিন বারছে করোনা আক্রান্তের সংখ্যা
- মালবাজারেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
- এবার মালবাজার পুরসভার উদ্যোগে সেখানে শুরু হল নাইট কার্ফু
- রাত ৮ ট থেকে পরের দিন ৮ পর্যন্ত চলছে এই কার্ফু
প্রতিদিন বারছে করোনা আক্রান্তের সংখ্যা। মালবাজারেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার মালবাজারে পুরসভার উদ্যোগে সেখানে শুরু হল নাইট কার্ফু। রাত ৮ ট থেকে পরের দিন ৮ পর্যন্ত চলছে এই কার্ফু। করোনার হাত থেকে বাঁচতেই শুরু হল এই কার্ফু। মঙ্গলবার থেকে সেখানে শুরু হয়েছে এই কার্ফু। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব কিছুই। গত ১ মাসে মালবাজারে ১৯২ জন করোনা করোনা আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন মোট ৪ জন। মানুষকে করোনার হাত থেকে বাঁচাতেই এই কড়া পদক্ষেপ।