করোনা নিয়ে কড়াকড়িতে কিছুটা ছাড়, ঘোষণা রাজ্য সরকারের
- কার্যত লকডাউন কিছুটা শিথিল হল রাজ্যে
- ১৬ জুন থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু হতে পারবে সরকারি অফিস
- সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস
- আগের নিয়মেই সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার ও দোকান
কার্যত লকডাউন কিছুটা শিথিল হল রাজ্যে। সোমবার মুখ্যমন্ত্রীর ঘোষণায় কিছুটা বদল হল কার্যত লকডাউনের নিয়ম। ১৬ জুন থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু হতে পারবে সরকারি অফিস। ওই দিন থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু হতে পারবে বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস। আগের নিয়মেই সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার ও দোকান। বেলা ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা থাকবে। বেলা ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত বার, রেস্তোরাঁ এবং হোটেল খোলা থাকবে। বেলা ১১টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল। শপিং মলে ৩০ শতাংশের বেশি এন্ট্রি নিষিদ্ধ। টিকাকরণ সম্পন্ন হলে প্রাতঃভ্রমণে পার্কে ঢুকতে অনুমতি। ইউনিট পিছু ৫০শতাংশ কর্মী নিয়ে শ্যুটিং শুরুর অনুমতি। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার অনুমতি। স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ থাকবে। বন্ধ থাকবে স্পা, সিনেমা হল এবং বিউটিপার্লার।