Covid hospital: হাবড়া হাসপাতালে ১০০ বেডের কোভিড হাসপাতাল, অনুমোদন দিল কেন্দ্র

করোনা পরিস্থিতি সামাল দিতে হাবড়ায় বিশেষ ব্যবস্থা। হাবড়া হাসপাতালে তৈরি হবে ১০০ বেডের কোভিড হাসপাতাল। হাসপাতাল চত্বরের পরিত্যক্ত বিল্ডিং ভেঙে তৈরি হবে হাসপাতাল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে-এর অনুমোদন দেওয়া হয়েছে।

/ Updated: Jan 11 2022, 01:37 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ভয়াবহ পরিস্থিতি এখন গোটা দেশে। এই একই পরিস্থিতি এরাজ্যেও। রাজ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার দৈনিক সংক্রমণ ২৪ ঘন্টায় কিছুটা কমলেও ক্রমশ চিন্তা বাড়াচ্ছে করোনা। এই করোনা পরিস্থিতিকে সামাল দিতেই হাবড়ায় তৈরি হতে চলেছে ১০০ বেডের একটি কোভিড হাসপাতাল। করোনা পরিস্থিতি সামাল দিতে হাবড়ায় বিশেষ ব্যবস্থা। হাবড়া হাসপাতালেই তৈরি হবে এই ১০০ বেডের কোভিড হাসপাতাল। হাসপাতাল চত্বরের পরিত্যক্ত বিল্ডিং ভেঙে তৈরি হবে হাসপাতাল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে-এর অনুমোদন দেওয়া হয়েছে। এমনটাই জানালেন হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস। হাবড়া হাসপাতালে দীর্ঘদিন ধরে চলছে জমি সংক্রান্ত নানান বিবাহ। জমি সংক্রান্ত সমস্যা না মিটলেও এবার সেখানেই তৈরি হতে চলেছে এই হাসপাতালে। সাধারণ মানুষের কথা ভেবেই এই হাসপাতাল তৈরি হচ্ছে সেখানে।