করোনা কালে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হল অত্যাধুনিক সেফ হোমে
- করোনার কথা ভেবে এবার শহরে অত্যাধুনিক সেফহোম
- নারায়ণপুর রবীন্দ্র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন হয় এই সেফহোমটির
- সেখানকার বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের উদ্যোগেই তৈরি হয়েছে সেফহোমটি
- ৬০ শয্যা বিশিষ্ট সেফহোমটিতে ৪০ টি মেল বেড এবং ২০ টি ফিমেল বেড রয়েছে
শহরে এবার অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত সেফ হোম। তারই উদ্বোধন হল রাজারহাট নিউটাউনের নারায়ণপুর রবীন্দ্র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে। রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের উদ্যোগেই সেফহোমটির উদ্বোধন হয়। মোট ৬০টি শয্যা বিশিষ্ট সেফহোমে ৪০টি মেল বেড এবং ২০টি ফিমেল বেড রয়েছে। অক্সিজেন পার্লারও করা হয়েছে সেখানে। কোভিড আক্রান্তরা কোনোরকম অবসাদে না ভোগে সেই জন্য দুটি টিভি রাখা হয়েছে। লুডো খেলার ব্যবস্থা রাখা হয়েছে। একজন চিত্র শিল্পী রাখা হয়েছে তিনি ছবি এঁকে কোভিড আক্রান্ত রোগীদের মানসিক ভাবে উজ্জীবিত করার চেষ্টা করবে।আজ সেফ হোমের উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।