মাস্ক না পরায় পুলিশি ধরপাকড়, দিতে হল জরিমানাও

করোনা রুখতে রাজ্যে চলছে কড়াকড়ি। মাস্ক না পরায় পুলিশি ধরপাকড় মধ্যমগ্রামে। শুক্রবার মাস্ক না পরার কারণে ১৬ জনকে আটক করে পুলিশ। মাস্ক না পরায় তাঁদের থেকে জরিমানাও নেওয়া হয়। পুলিশের তরফ থেকে তাঁদের অবশ্য মাস্কও দেওয়া হয়।
 

/ Updated: Jan 21 2022, 07:51 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা রুখতে রাজ্যে চলছে কড়াকড়ি। তবুও হুঁশ ফিরছে না সাধারাণ মানুষের। শুক্রবার মধ্যমগ্রাম-সোদপুর রোডে মাক্স ছাড়া রাস্তায় বেড়ানোর অপরাধে ১৬ জনকে আটক করে জরিমানা করল মধ্যমগ্রাম থানার পুলিশ। রাজ্য সরকার এখনও কোভিড বিধি নিশেধ তুলে দেয়নি, কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে অনেকেই মাক্স ছাড়া ঘুরে বেড়াচ্ছে। মধ্যমগ্রামেও দেখা যাচ্ছে সেই একই ছবি। মানুষদের সচেতন করতেই শুক্রবার মধ্যমগ্রামে ব্রীজের কাছে পুলিশের অভিযান চলে। পুলিশের অভিযানে এমন ১৬ জনকে মাক্স না পরার জন্য ধরে ফাইন করে মধ্যমগ্রাম থানার পুলিশ।কোভিড বিধিভঙ্গের আইনে সকলের কাছ থেকে নির্দিষ্ট জরিমানা নেওয়া হয়। জরিমানা নেওয়ার পরে অবশ্য তাদের ছাড়া দেওয়া হয় এই দিন।অনেকেই মাক্স মুখে না পরে পকেটে রেখে দিয়েছে মাক্স,তাদেরকেও জরিমানা করা হয়,আর যাদের কাছে মাক্স নেই তাদেরকে পুলিশের তরফ থেকে মাক্স দিয়ে দেওয়া হয়,তবে জরিমানা সকলকেই দিতে হয়।